এক্সপ্লোর
এবার লিপস্টিক আনছেন বাবা রামদেব!

ফাইল ছবি।
মুম্বই: সাবান, শ্যাম্পু, ফেসপ্যাক, ফেসওয়াশের মত প্রোডাক্ট আগেই এনেছিলেন। এবার নাকি লিপস্টিক আনছেন যোগগুরু রামদেব! এক রিয়্যালিটি শোয়ে গিয়েছিলেন যোগগুরু। সেখানে এক প্রতিযোগীর মা তাঁকে প্রশ্ন করেন, তিনি লিপস্টিকের মত প্রসাধনী ব্যবসায় আসবেন কিনা। জবাবে রামদেব বলেন, আপনে মাঙ্গা হ্যায় তো আপকা সপনা পুরা করুঙ্গা ম্যায়। ইঙ্গিত খুব স্পষ্ট, বাজারে এবার পতঞ্জলি লিপস্টিক আসতে চলেছে! ওই অনুষ্ঠানেই রামদেব জানান, তাঁদের আনা প্রতিটি প্রোডাক্ট চূড়ান্ত হওয়ার আগে নিজে ব্যবহার করে দেখেন তিনি। তখন শোয়ের অন্যতম বিচারক আর্শাদ ওয়ারসি মজা করে প্রশ্ন করেন, লিপস্টিকও তিনি ব্যবহার করে দেখবেন কিনা!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















