এবার কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেসও
নয়াদিল্লি: এবার কেন্দ্রের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব পেশ করতে চলেছে কংগ্রেসও।
শুক্রবার, লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়্গে নিম্নকক্ষের মহাসচিবকে লিখিত নোটিস দিয়ে আবেদন করেন, যাতে আগামী ২৭ মার্চের সূচিতে অনাস্থা প্রস্তাব রাখা হয়। নোটিসে বলা হয়েছে, মন্ত্রিসভার ওপর অনাস্থা জানাচ্ছে এই সভা।
এর আগে, বিরোধীদের হই-হট্টগোলের জন্য দিনের মতো সভা মুলতুবি করেন স্পিকার সুমিত্রা মহাজন। ডিএমকে ও টিআরএস সাংসদরা ক্রমাগত সভা ভণ্ডুল করায় টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেসের তোলা অনাস্থা প্রস্তাব এদিনও পেশ করা সম্ভব হয়নি।
স্পিকার জানিয়ে দেন, কক্ষের পরিবেশ সুষ্ঠু না হওয়ায় অনাস্থা প্রস্তাবের নোটিস তিনি আলোচনা শুরু করতে পারবেন না। তাঁর মতে, কত সদস্য এই প্রস্তাবকে সমর্থন করছেন, তা একমাত্র তখনই বোঝা সম্ভব, যখন তাঁরা নিজেদের আসন গ্রহণ করবেন।
মহাজনের মতে, অনাস্থা প্রস্তাব গ্রহণ করে তার ওপর বিতর্ক শুরু করতে অন্তত ৫০ জন সদস্য চাই। তিনি বলেন, সরকার আলোচনায় রাজি। সরকারের দাবি, লোকসভায় তাদের প্রয়োজনীয় সংখ্যা রয়েছে।
প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে কার্যত অচল রয়েছে লোকসভা। একটি ফিনান্স বিল বাদ দিয়ে আর কোনও কাজ হয়নি। ব্যাঙ্ক-জালিয়াতিকাণ্ড থেকে শুরু করে কাবেরি জল-বিতর্ক এবং অন্ধ্রপ্রদেশের বিশেষ তকমার দাবি নিয়ে সরগরম সংসদের উভয় কক্ষই।