এক্সপ্লোর
ফের ছাপায় ত্রুটি! এটিএম থেকে মিলল একদিক সাদা ৫০০ টাকার নোট
![ফের ছাপায় ত্রুটি! এটিএম থেকে মিলল একদিক সাদা ৫০০ টাকার নোট Now Rs 500 Note With One Printed Side Found In Madhya Pradesh ফের ছাপায় ত্রুটি! এটিএম থেকে মিলল একদিক সাদা ৫০০ টাকার নোট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/12081712/web-note-still-vis-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইন্দওর: ২০০০-এর নোটে গাঁধীজীর ছবি উধাওয়ের পর এবার ছাপার ভুল ৫০০-র নোটেও। এবারও ঘটনাস্থল মধ্যপ্রদেশ। সপ্তাহখানেক আগেই মধ্যপ্রদেশের শেওপুর জেলায় ব্যাঙ্ক থেকে কৃষকরা ত্রুটিপূর্ণ ২০০০ টাকার নোট পেয়েছিলেন। সেই নোটে ছিল না গাঁধীজীর ছবি। কর্তৃপক্ষ জানিয়েছিল, ছাপার ভুলেই এই ঘটনা ঘটেছে। সেই নোটগুলি ফিরিয়ে নেওয়া হয়েছে। এবার খারগোন জেলার কিছু এটিএম থেকে এমন ৫০০ টাকার নোট বেরোল যার একদিকটা সাদা।
খারগোনের সেগাঁও গ্রামের বাসিন্দা হেমন্ত সোনি বলেছেন, তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম থেকে দেড় হাজার টাকা তুলেছিলেন। এর মধ্যে দুটি ৫০০-র নোটে একদিকেই ছাপা রয়েছে। অন্যদিকটা ফাঁকা। সঙ্গে সঙ্গে তিনি পুরো বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান। ব্যাঙ্ক সেই নোটদুটি বদলে দেয়। স্টেট ব্যাঙ্কের খারগাঁ কারেন্সি চেস্ট ইনচার্জ জানিয়েছেন, এ ধরনের চারটি নোট পাওয়া গিয়েছে এবং সেগুলি বদলে দেওয়া হয়েছে। বিষয়টি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
খারগোন শহরের রাধাবল্লভ মার্কেটের এটিএম থেকে এক ব্যক্তি একটি ত্রুটিপূর্ণ ৫০০ টাকার নোট পান বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)