এক্সপ্লোর
Advertisement
এনএসজি সদস্যপদ: আজ ওবামা- মোদী বৈঠক
নয়াদিল্লি: পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি-র অভিজাত বৃত্তে ঢুকতে সুইৎজারল্যান্ডকেও পাশে পেল ভারত। সোমবার জেনিভায় সুইস প্রেসিডেন্ট জোহান শিন্ডার আম্মানের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে সবুজ সঙ্কেত আদায় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমাণু প্রসাররোধ চুক্তি বা এনপিটি সই না করলে এনএসজি-র সদস্যপদ না দেওয়ার ব্যাপারে উত্তর ইউরোপের দেশগুলি এককাট্টা অবস্থান নিয়েছে। এনপিটি বৈষম্যমূলক- এই অবস্থান নিয়ে ভারত সংশ্লিষ্ট চুক্তি সই করতে রাজি না হওয়ায় তাদের এনএসজি সদস্যপদ নিয়ে স্বাভাবিকভাবে দ্বিধায় ছিল সুইস নেতৃত্ব। সেখানে নিজেদের অবস্থানে অনড় থেকেই ওই সদস্যপদের ব্যাপারে সুইৎজারল্যান্ডকে রাজি করানো অবশ্যই নয়াদিল্লির গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। ভারতকে এনএসজি-র অন্তর্ভুক্ত করা নিয়ে বৃহস্পতিবার ভিয়েনায় প্রথম দফার বৈঠকে বসবে সদস্য দেশগুলি। পরের বৈঠকটি হবে ২৩ তারিখ, সিওলে।
আমেরিকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের এনএসজি সদস্যপদের ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। তা ছাড়া ভারতীয় বন্দরে মার্কিন নৌবহরের জ্বালানি ভরা ও মেরামত করার ব্যাপারেও একটি চুক্তিতে ওবামার সই করার কথা। দু’দেশ নীতিগত ক্ষেত্রে এই চুক্তি নিয়ে সহমত হলেও চূড়ান্ত স্বাক্ষরপর্ব এখনও মেটেনি। এখন ওবামার মাথাব্যথা, কীভাবে চিনা সম্মতি আদায় করে ভারতকে এনএসজি-তে প্রবেশাধিকার দেওয়া যায়। আগের বেশ কিছু ক্ষেত্রের মত এ ক্ষেত্রেও বেঁকে বসেছে চিন। তাদের বক্তব্য, এনপিটি সই না করা ভারতকে যদি এনএসজিতে প্রবেশাধিকার দেওয়া হয়, তবে আর এক পরাণু শক্তিধর দেশ পাকিস্তানকেও তা দিতে হবে। যদিও আন্তর্জাতিক বিশ্ব ভালভাবেই ওয়াকিবহাল, ভারত ও পাকিস্তানে পরমাণু সংক্রান্ত নিরাপত্তা একরকম নয়, পাকিস্তান সন্ত্রাসবাদের আড়তখানা। গণতন্ত্রের কার্যত অস্তিত্ব নেই, সরকার পুরোপুরি নির্ভরশীল সেনাবাহিনীর ওপর।
মোদী অবশ্য ভারতের সদস্যপদের ব্যাপারে নিমরাজি দেশগুলিকে রাজি করাতে চেষ্টার ত্রুটি করছেন না। সুইস বরফ গলাতে সুইৎজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও লিখটেনস্টাইনের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আলোচনার জন্য সম্মতি জানিয়ে এসেছেন তিনি। আমেরিকা সফর সেরে মেক্সিকো যাবেন প্রধানমন্ত্রী। ভারতের এনএসজি সদস্য হওয়া নিয়ে মেক্সিকো সরকার যাতে কোনও দ্বিধা না রাখে, সে ব্যাপারে চেষ্টা চালাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement