South 24 Parganas: সিভিক ভলেন্টিয়ারকে ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত
Budge Budge News: দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত চড়িয়াল মোড়ে এই ঘটনা ঘটে।

জয়ন্ত রায়, বজবজ: বজবজে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে ধারাল অস্ত্রের কোপ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্রও।
দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত চড়িয়াল মোড়ে। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনা ঘটে। ৩৬-এর সিভিক ভলেন্টিয়ার উত্তম চন্দ্র প্রামাণিক ট্রাফিকের ডিউটি সামলাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেই সময় হঠাৎই এক যুবক ব্যাগে করে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে উত্তমকে এলোপাথারি কোপাতে শুরু করে। ঘটনারস্থলেই লুটিয়ে পড়েন উত্তম। প্রত্যক্ষদর্শী ওই যুবকই একটি অটোতে করে তাঁকে তুলে নিয়ে গিয়ে প্রথমে বজবজ হাসপাতাল এবং পরে বজবজ থানার পুলিশের সহযোগিতায় এটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই আশঙ্কাজনক অবস্থাতে চিকিৎসাধীন রয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার। আহত ওই সিভিক ভলেন্টিয়ার বজবজের চণ্ডিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ী ওই যুবককেও ইতিমধ্যেই আটক করেছে বজবজ থানার পুলিশ। উদ্ধার হয়েছে ওই ধারালো অস্ত্রটিও।
গত মাসে মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে NRS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়, তবে তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার দিন রাত দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি করা হয় পুলিশ সূত্রে। মেট্রোপলিটানকাণ্ডে উঠে আসে চাঞ্চল্যকর তথ্যও। এই ঘটনায় আটক করা হয় হামলাকারী ও তার সঙ্গী সহ ৩ জনকে। প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাইপাস ধাবার সামনে বাবা ওই তরুণীর সঙ্গে দেখা করবে খবর পেয়েই বৃহস্পতিবার ধাবার কাছে পৌঁছে যায় নাবালক। আর তারপরই মেট্রোপলিটানে রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে সে। তারপর রাস্তার ওপরই ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তরুণীকে। রক্তে ভেসে যায় রাস্তা। এলাকার লোকজনই ছুটে হামলাকারীকে ধরে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হামলাকারী নাবালকের পাশাপাশি তার পরিবারের এক সদস্যকেও আটক করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
