এক্সপ্লোর
বিজেপির ওয়েবসাইট হ্যাক, দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী

নয়াদিল্লি: হ্যাকিংয়ের শিকার বিজেপির সরকারি ওয়েবসাইট http://www.bjp.org। হ্যাকাররা বিজেপির সাইটে হানা দিয়ে তার চেহারা বিকৃত করে দেয়। তারপর সেটি সাময়িক অফলাইন হয়ে গিয়েছে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী হ্যাকিংয়ের দায় স্বীকার করেনি। সরকারি ভাবে বিজেপির তরফেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সোস্যাল মিডিয়ায় সেই ওয়েবসাইটের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তাতে বেশ কিছু আজেবাজে কথাবার্তা সহ বার্তা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে নিয়ে একটি মেমেও আছে। কয়েকটি পোস্ট সকাল ১১টার। ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। পেজের অ্যাডমিনের তরফে হোমস্ক্রিনে এক বার্তায় বলা হয়েছে, আমরা শীঘ্রই ফিরছি। অসুবিধা, সমস্যার জন্য দুঃখিত। এই মূহূর্তে রক্ষণাবেক্ষণের কিছু কাজ চলছে। শীঘ্রই অনলাইনে ফিরে আসছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















