এক্সপ্লোর
Advertisement
অসুস্থ ছেলেকে দেখতে অফিসে অর্ধেক দিবস ছুটি চেয়েও পেলেন না বাবা, হতাশায় আত্মঘাতী পুত্র
মুম্বই: মহারাষ্ট্র সরকারের কৃষি দফতরে কাজ করেন এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে হতাশায় ভোগা ছেলেকে দেখতে অফিস থেকে অর্ধ দিবস ছুটি চেয়েছিলেন বাবা। কিন্তু এই অর্ধ দিবস ছুটিও অনুমোদন করেনি তাঁর দফতরের উর্ধতন কর্তৃপক্ষ। বাবার সঙ্গে দেখা না হওয়ায় অবশেষে আত্মঘাতী হন ছেলে। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।
প্রসঙ্গত, গত ১২ অগাস্ট, কৃষি দফতরের সহ সচিব রাজেশ ঘাডগ-এর কাছে তাঁর ছেলের ফোন আসে, তিনি যদি বাড়ি না আসেন, তাহলে খুব শীঘ্রই সে আত্মঘাতী হবে। দীর্ঘদিন ধরে হতাশায় আক্রান্ত রাজেশ ছেলের থেকে এই ফোন পেয়ে স্বাভাবিকভাবেই ব্যকুল হয়ে ওঠেন। তিনি সঙ্গে সঙ্গে তাঁর উর্ধতন কর্তৃপক্ষ অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে আর্জি রাখেন, তাঁকে তাড়াতাড়ি বাড়ি যেতে দেওয়ার ব্যাপারে। কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি তাঁর সিদ্ধান্তে অনড় থেকে জানিয়ে দেন, অর্ধ দিবসতো নয়ই, তাঁকে অফিসের নির্ধারিত সময় পর্যন্ত কাজ করেই বাড়ি যেতে হবে।
এরপর ফের একবার বাড়ি থেকে তাঁর ছেলের ফোন আসে। তখনও একই রকম আর্জি নিয়ে ফের উর্ধতন কর্তৃপক্ষের কাছে যান রাজেশ। কিন্তু অ্যাডিশনাল চিফ সেক্রেটারির সিদ্ধান্তের কোনও পরিবর্তন করা সম্ভব হয়নি। অবশেষে দিনের শেষে রাজেশের বাড়ি থেকে ফোন আসে, তাঁর ছেলে আত্মঘাতী হয়েছেন।
তেইশ বছরের ছেলের অকালমৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন বাবা। ছেলের দেহ শোলাপুরে তাঁদের পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, এবিষয় কথা বলার জন্যে অ্যাডিশনাল চিফ সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কোনওভাবেই কথা বলা সম্ভব হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement