এক্সপ্লোর
Advertisement
গুজরাতের দাহোড়ে থানায় আদিবাসী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১, জখম ২
দাহোড় (গুজরাত): গুজরাতের দাহোদের জেসাওয়া টাউনে থানায় প্রায় ৫০০ আদিবাসীর হামলা মোকাবিলায় গুলি চালাল পুলিশ। পুলিশে হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে থানার সামনে আদিবাসীদের তুমুল বিক্ষোভ সামলাতে পুলিশি গুলিচালনায় একজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।
গতকাল রাতের এ ঘটনায় জখম হয়েছে দুই বিক্ষোভকারী। পুলিশের দাবি, মারমুখী আদিবাসীরা থানায় ইট-পাথর ছোঁড়ে, তাদের একটি ভ্যানও জ্বালিয়ে দেয়। আট পুলিশকর্মীও জখম হয়েছেন।
নিহতের নাম রামাসু মোহানিয়া। তিনি জেসাওয়াদার বাসিন্দা।
জানা গিয়েছে, গতকাল সকালে কানেশ গামারা নামে এক আদিবাসীর পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগে গারবাদা তালুকের জেসাওয়াদা থানা ঘেরাও করেন আদিবাসীরা। তারা হামলা শুরু করলে প্রথমে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে চালায় পুলিশ। তাতে কাজ না হওয়ায় গুলি চালাতে হয় বলে দাবি পুলিশের।
তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন পুলিসের এক মুখপাত্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement