এক্সপ্লোর
Advertisement
কাল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 'সেভ কম্পোজিট কালচার' সভা শরদের, থাকছে কংগ্রেস, সিপিএম
নয়াদিল্লি: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে আগামীকাল 'সেভ কম্পোজিট কালচার' সমাবেশ কর্মসূচির উদ্যোগ নিলেন শরদ যাদব। বিদ্রোহী জেডিইউ নেতা জানিয়েছেন, কালকের সভায় কংগ্রেসের দিগ্বিজয় সিংহ, আনন্দ শর্মা, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, এনসিপি-র তারিক আনোয়ার সমেত বিরোধী নেতারা হাজির থাকবেন।
কিছুদিন আগেই মধ্যপ্রদেশের মন্দশৌর কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। বিরোধী নেতাদের আশা, গত ১৪ বছর ধরে রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে হাওয়া তুলতে সফল হবেন তাঁরা। আগামী বছরের শেষে বিজেপি শাসিত আরও দুই রাজ্য গুজরাত, রাজস্থানের পাশাপাশি মধ্যপ্রদেশেও বিধানসভা নির্বাচন।
বিজেপি শাসিত রাজ্যগুলিকে পাখির চোখ করে তোলার পরিকল্পনার কথা জানিয়ে শরদ বলেন, গুজরাত, রাজস্থানেও একই ধরনের কর্মসূচি নেব।
গত ১৭ আগস্ট জাতীয় স্তরে আয়োজিত 'সেভ কম্পোজিট কালচার' অনুষ্ঠানে শরদ জেডিইউ প্রধান নীতীশ কুমারের বিজেপির হাত ধরার লাইন অগ্রাহ্য করার পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন। এনডিএ আমলে দেশের ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ বিপন্ন বলে দাবি করেন তিনি। এদিন শরদ বলেন, গোরু, লাভ জিহাদের মতো বিষয় যখন আমাদের জনজীবনে আলোচনার বিষয় হয়ে উঠেছে, তখন আমাদের সংবিধানের মূল্যবোধ সম্পর্কে দেশের যুবসমাজকে সচেতন করা দরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement