এক্সপ্লোর
রাজস্থানে খোলা মাঠে শৌচকর্ম করতে গিয়ে ধর্ষণ, খুন কিশোরী

কোটা (রাজস্থান): গত মঙ্গলবার রাত এগারোটা নাগাদ খোলা মাঠে শৌচকর্ম করতে যাওয়া ১৬ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল রাজস্থানের বরন জেলায়। মেয়েটির বাবার দাবি, সেদিন রাতেই তাঁর মেয়েকে নগ্ন অবস্থায় গ্রামবাসীরা তাঁদের বাড়ির কাছেই থাকা বিদ্যুত্ দপ্তরের অফিসের পিছনে পড়ে থাকতে দেখে। মারাত্মক জখম ছিল মেয়ে। স্থানীয় থানার এসএইচও মুকেশ মিনা জানান, এলাকার হাসপাতালে মেয়েটিকে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানান। মিনা বলেন, মেয়েটির বাবা জানিয়েছেন, মেয়ের দেহের আশপাশে একটি ছেলেকে দেখা যায়। কিন্তু লোকজন দেখেই সে চম্পট দেয়। তাঁর অভিযোগ, মেয়ে শৌচকর্ম করতে মাঠে যেতেই তাকে কাবু করে ধর্ষণ করে ছেলেটি। পলাতক ছেলেটিকে ধর্ষণ, খুন সহ ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযুক্ত করা হয়েছে, নাবালিকার যৌন হয়রানি রোধ সংক্রান্ত পকসো আইনের ধারাও প্রয়োগ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















