এক্সপ্লোর
সোনামের ‘ডলি কি ডোলি’ দেখে অনুপ্রাণিত, শ্বশুরবাড়ির টাকা-গয়না নিয়ে চম্পট রাজস্থানের ১০৩ পাত্রী!
![সোনামের ‘ডলি কি ডোলি’ দেখে অনুপ্রাণিত, শ্বশুরবাড়ির টাকা-গয়না নিয়ে চম্পট রাজস্থানের ১০৩ পাত্রী! Over 103 brides decamp inlaws’ house in Dolly Ki Doli style সোনামের ‘ডলি কি ডোলি’ দেখে অনুপ্রাণিত, শ্বশুরবাড়ির টাকা-গয়না নিয়ে চম্পট রাজস্থানের ১০৩ পাত্রী!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/12134459/dollykidoli.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জয়পুর: বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে, সেটা রিল লাইফে দেখানোর ঘটনা একাধিকবার ঘটেছে। কিন্তু রিল লাইফ দেখে রিয়েল লাইফে সেই কাণ্ড ঘটাতে গেলে, বেশিরভাগ সময়ই ফল উল্টো হয়। কিন্তু অনেক সময় ফল আবার মন্দ হয় না। যেমন গত চার বছরে রাজস্থানে এমন হাওয়াই চলছে। পুলিশে এমন ১০৩টি মামলা দায়ের হয়েছে, যেখানে পাত্রীরা 'ডলি কি ডোলি' দেখে অনুপ্রাণিত হয়ে, বিয়ের পর শ্বশুরবাড়ির প্রায় ১.৭৫ কোটি টাকা লুটে নিয়ে চম্পট দিয়েছে।
তথ্য বলছে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে এমন ১০৩টি ঘটনার কথা পুলিশের কানে এসেছে। প্রত্যেকটি ঘটনাতেই নববিবাহিতা বধূরা বিয়ের কয়েকদিনের মধ্যে নগদ টাকা, গয়না এবং অন্যান্য দামি জিনিষ নিয়ে পালিয়ে গিয়েছে। সঙ্গে বেপাত্তা হয়ে গিয়েছে বিয়ে ঠিক করে দিয়েছিল, সেই মিডলম্যানও।
১০৩টি ঘটনার মধ্যে ৫৭টি মামলায় পুলিশ চার্জশিট দায়ের করেছে। ১৭টি মামলার তদন্ত এখনও ঝুলে রয়েছে। তদন্তের পর পুলিশের ফাইনাল রিপোর্ট দাখিল হয়েছে ২৯টি মামলায়।১.৭৫ কোটির মধ্যে ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বেশিরভাগ মামলাই রাজস্থানের পালি, বারাণ, বুন্দি, ঝালাওয়ার, ভিলাওয়ারা এলং ঝালর এলাকায় ঘটেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)