এক্সপ্লোর
৪০-এর বেশি পাকিস্তানির ভারতীয় নাগরিকত্বের আবেদন মঞ্জুর পুণে প্রশাসনের

পুণে: ৪০-এর বেশি পাকিস্তানিকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেছে পুণে প্রশাসন। বৃহস্পতিবার পুণের জেলা কালেক্টর নভল কিশোর রাম সংবাদ সংস্থাকে বলেন, মোট ৪৫ আবেদনকারীকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বেশিরভাগই আবেদন এসেছে পাক নাগরিকদের তরফে। দু-একটি আবেদন আফগানিস্তান, বাংলাদেশি নাগরিকদের। সকলের আবেদনই মঞ্জুর করা হয়েছে। আবেদনকারীরা সকলেই বহুদিন আগেই ভারতে অভিবাসনের মাধ্যমে এসেছেন, বহু বছর ধরে পুণেতে বসবাস করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। রাম বলেছেন, আবেদনকারীদের কয়েকজন ৪০ বছরের ওপর হয়ে গিয়েছে এদেশে এসেছেন, কিন্তু ভারতের নাগরিকত্ব পাননি। ১৯৫৫-র নাগরিকত্ব আইন সংশোধন হওয়ার ফলে জেলা কালেক্টরকে সংখ্যালঘু সম্প্রদায়ের আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। সেই সংশোধনবলেই আমি ওদের নাগরিকত্ব অর্পণ করেছি। এদের ভারতীয় নাগরিকত্ব চেয়ে পেশ করা আবেদনগুলি দীর্ঘদিন ধরে বকেয়া ছিল বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাম বলেন, আবেদনগুলি স্ক্রুটিনি করার প্রয়োজন ছিল। ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে একাধিক এজেন্সির সম্মতি লাগে। ইনটেলিজেন্স ব্যুরোর মতো নানা এজেন্সির অনুমোদন পাওয়ার পর আমি সব আবেদনকারীকে ডেকে পাঠাই, একাধিক শুনানির পরিবর্তে একটি শুনানি করেই আবেদনে ছাড়পত্র দিয়ে দিই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















