এক্সপ্লোর
মুসলিম, খ্রিষ্টানরা এদেশের কেউ নন! বলেছিলেন উনি, কোবিন্দকে তোপ ওয়েইসির

হায়দরাবাদ: ২০১০ সালে মুসলমান ও খ্রিষ্টানদের ভারতের বাইরের লোক বলে মন্তব্য করেছিলেন রামনাথ কোবিন্দ। তিনিই এখন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী। অতীতের সেই মন্তব্যের জন্য কোবিন্দের তীব্র সমালোচনা করলেন এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি। তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন এসে গিয়েছে। বিজেপি প্রার্থী ২০১০ সালে একটি মন্তব্য করেছিলেন। তিনি কী বলেছিলেন? মুসলিম আর খ্রিষ্টানরা এদেশের কেউ নয়। তার মানে আমাদের কিছু করার নেই।’ কোবিন্দকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের উদ্দেশেও তোপ দেগেছেন ওয়েইসি। তিনি এই দুই নেতাকেই ‘নাটুকে’ আখ্যা দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















