এক্সপ্লোর
Advertisement
প্যাডম্যানের অনুপ্রেরণায় চেন্নাইয়ের সিনেমা হলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন
চেন্নাই: গতকাল মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহুচর্চিত ছবি ‘প্যাডম্যান’। এই ছবির অনুপ্রেরণায় মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়া হচ্ছে চেন্নাইয়ের একটি সিনেমা হলে। ওই সিনেমা হলের কর্ণধার সংস্থা এসপিআই সিনেমার পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। আরও জনানো হয়েছে, শুধু চেন্নাইয়ের সিনেমা হলেই নয়, অন্যান্য শহরগুলিতেও এই সংস্থার যত বিনোদন কেন্দ্র আছে, সেখানেও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যবস্থা করা হবে।
Here's our take on the #PadmanChallenge, @akshaykumar!
Starting today, vending machines will dispense free sanitary napkins at @sathyam_cinemas! In the following weeks, these will be made available across the rest of our properties.#SPICinemas pic.twitter.com/9o0aXVcQ6S
— SPI Cinemas (@SPICinemas) February 9, 2018
আর বালকি পরিচালিত ‘প্যাডম্যান’ ছবিটি তামিলনাড়ুর বাসিন্দা অরুণাচলম মুরুগানাথমের জীবন অবলম্বনেই তৈরি হয়েছে। অরুণাচলম তাঁর গ্রামের মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছিলেন। তিনি ট্যুইট করে বলেছেন, কোনওদিন তাঁকে নিয়ে যে কোনওদিন ছবি তৈরি হবে, এটা ভাবতেই পারেননি। অক্ষয়কে তাঁর কথা বলার জন্য টুইঙ্কল খন্নাকে ধন্যবাদ জানিয়েছেন অরুণাচলম।
বেঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাত্তুর, মুম্বই, নেল্লোর, পুদুচেরি, তিরুঅনন্তপুরম এবং ওয়ারেঙ্গেলে এসপিআই সিনেমার ৫২টি স্ক্রিন আছে। কয়েকদিনের মধ্যেই সেখানেও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement