এক্সপ্লোর
Advertisement
পদ্মাবতী বিতর্ক: চিতোরগড় দূর্গে পর্যটকদের প্রবেশ বন্ধ করল কর্ণি সেনা
জয়পুর: সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী ছবিকে কেন্দ্র করে বিতর্ক চলছেই। প্রথমে সেটে ভাঙচুর, পরিচালককে আঘাত, তারপর দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি। এবার রানি পদ্মীনির বাসস্থান চিতোরগড় দূর্গে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিল কর্ণি সেনার সদস্যরা। হুমকি আগেই দেওয়া হয়েছিল, যদি তাদের দাবিদাওয়া না মানা হয়, তাহলে ১৭ নভেম্বর থেকে চিতোরগড় দূর্গে পর্যটক প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। সেই মতোই কাজ করল রাজস্থানের কট্টরপন্থী এই সংগঠন।
যদিও চিতোরগড়ের এসপি প্রশান কুমার খানসেরা জানিয়েছেন, সরকারিভাবে এই দূর্গে প্রবেশে কোনও বাধা নেই। কিন্তু কোনও সংগঠন যদি জোরজবরদস্তি করে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তারজন্যে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে পর্যটকদের। সর্ব সমাজ সংগঠন এবং জৌহ্বর স্মৃতি সন্থানের সভাপতি উমেদ সিংহ, পদ্মাবতীর মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারির দাবিতে দূর্গের বাইরে ধরনাতেও বসেছে। এমনকি ওই সংগঠনের সদস্যদের দাবি, ছবির একটি গানে দেখা যাচ্ছে রানি পদ্মীনিরূপী দীপিকা নাচ করছেন, যেটা সমস্ত রকমের ড্রামাটিক লাইসেন্স অতিক্রম করেছে। কর্ণি সেনা আগেই অভিযোগ তুলেছিল, ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এবার ছবির একটি গানের দৃশ্যায়ন নিয়ে অভিযোগ তোলা হল।
এদিকে রাজস্থান টুরিজিম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে দাবি করা হয়েছে, বিলাসবহুল ট্রেন প্যালেস অন হুইলস যেমন চলার তেমনই চলবে। সেখানে কোথাও কোনও বাধা বিঘ্ন নেই। তবে ট্রেনটি চিতোরগড় গেলেও, পর্যটকরা দূর্গে ঢুকতে পারবেন কিনা, সেবিষয়ে স্থানীয় প্রশাসনই জানাতে পারবেন বলে জানিয়েছেন পর্যটন দফতেরর আধিকারিক।
এদিকে গতকালের হুমকি পর, দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বনশালির ভারসোভার বাড়ির বাইরেও কড়া নিরাপত্তা বসানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement