ধর্মের নামে ভারত ভাগের চক্রান্ত করছে পাকিস্তান, বললেন রাজনাথ, পাল্টা কটাক্ষ রাহুলের

কাঠুয়া(জম্মু ও কাশ্মীর): সাম্প্রদায়িক সংহতিতে চিড় ধরিয়ে ভারত ভাগ করার ষড়যন্ত্র করছে পাকিস্তান, তবে কোনওভাবেই তাদের এই চেষ্টা সফল হবে না, এভাবেই প্রতিবেশী দেশের ওপর তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
কাঠুয়ায় শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানে রাজনাথ বলেন, ধর্মের নামে এ দেশকে বিভক্ত করার চক্রান্ত করছে পাকিস্তান। যদিও তাদের এই প্রচেষ্টা কোনওদিনই সফল হবে না। ১৯৪৭ সালে ধর্মীয় কারণেই আমাদের আলাদা হতে হয়েছিল। আমরা ভুলিনি, সমস্ত ভারতবাসীই আমাদের ভাই। তা সে হিন্দু মায়ের কোলেই জন্মগ্রহণ করুক, বা মুসলিম। এখানে হিন্দু, মুসলিম শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে।
রাজনাথ আরও বলেন, পাকিস্তান যদি সত্যি চায়, সে দেশ থেকে সন্ত্রাসবাদ সমূলে তুলে ফেলে দিতে, সেক্ষেত্রে ভারত তাদের পাশে দাঁড়াবে। সহযোগিতা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। প্রত্যেক প্রধানমন্ত্রীই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন। কিন্তু তারা শান্তির ভাষা বোঝে না। বারবার আক্রমণ করেছে ভারতকে। পাল্টা জবাব দিয়েছে আমাদের সেনারাও। রাজনাথ আরও বলেন, সন্ত্রাসবাদ দুর্বলদের অস্ত্র। সাহসীদের নয়।
রাজনাথের এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেন, পাকিস্তান যে ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করার চেষ্টা করছে, এই বক্তব্যে তিনিও সহমত। সেই সঙ্গে রাজনাথকে কটাক্ষ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর "বস" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঠিক সেই কাজটাই করছেন। Yes Rajnath Singhji Pakistan is trying to divide India along religious lines;has it struck you that you &your boss have been doing the same?






















