এক্সপ্লোর
Advertisement
সীমান্তে ফের পাক গোলা, ২ বিএসএফ জওয়ান সহ আহত ৭
জম্মু: জম্মু, সাম্বা ও পুঞ্চ জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছাউনিগুলির ওপর ফের হামলা চালাল পাকিস্তান। গত রাত থেকে টানা গুলি গোলায় ২ বিএসএফ জওয়ান জখম হয়েছেন। আহত ৫ নাগরিকও।
আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন এখনও অব্যাহত। কয়েকশো বাসিন্দা প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালিয়েছেন। আর্নিয়া, আর এস পুরা ও রামগড় সেক্টরে নিরাপত্তা বাহিনীর ছাউনি টার্গেট করে টানা গুলি বর্ষণ করছে পাকিস্তান। ২০টির বেশি গ্রাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।
আর এস পুরার সাতোওয়ালি গ্রামে পাক গোলায় আহত হয়েছেন ৩ নাগরিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর্নিয়া সেক্টরের ত্রেভা গ্রামে আহত হয়েছেন আর এক গ্রামবাসী।
ওদিকে সাম্বার রামগড় সেক্টরে পাক গুলিতে সামান্য জখম হয়েছেন ২ বিএসএফ জওয়ান। গত সন্ধ্যা থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর টানা হামলা চালাচ্ছে পাকিস্তান, এতে আহত হয়েছে ৮ বছরের এক বালক। শুধু গত রাতেই ৫০০-র বেশি বাসিন্দা সীমান্তবর্তী গ্রামগুলি ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁদের জন্য ত্রাণশিবিরের বন্দোবস্ত করা হয়েছে।
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, গত কয়েকদিনে আর এস পুরা ও আর্নিয়া সেক্টরে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ২০,০০০-এর বেশি মানুষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement