এক্সপ্লোর
Advertisement
জম্মু ও রাজৌরিতে ভারতীয় সেনা-ছাউনি লক্ষ্য করে গোলাগুলি পাক সেনার
জম্মু: জম্মু-কাশ্মীরে ফের পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার কাশ্মীরের ভোর সোয়া পাঁচটা নাগাদ রাজৌরি জেলার নৌশেরায় নতুন করে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। জানা গিয়েছে, নৌসেরার ঝাঙ্গর, কালসিয়াঁ এবং মকড়ি সাব-সেক্টরে মর্টার হামলা চালানো হয় সীমান্তের ওপার থেকে।
পাশাপাশি, জম্মুতে আখনুর তেহসিলের অন্তর্গত পালানওয়ালা সেক্টরেও সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। সেনা মুখপাত্র কর্নেল মণীশ মেটা জানান, এদিন দুপুর দেড়টা নাগাদ শুরু হয় গুলিচালনা।
এনিয়ে গত দুদিনে ষষ্ঠবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। দুজায়গাতেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। এর আগে গতকাল ২৪ ঘণ্টার মধ্যে চারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা।
জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর-কেরনি, মাণ্ডি, সাবজিয়ান এবং কৃষ্ণঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকায় সেনার পোস্ট ও গ্রাম লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালায় তারা।
পুঞ্চে পাক সেনার গুলি ও মর্টারে জখম হন ৫ নিরীহ ভারতীয় নাগরিক। গ্রামের কয়েকটি দোকানে আগুনও লেগে যায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। ওপারে একটি পাক সেনা পোস্ট উড়িয়ে দেয় তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement