সীমান্তের ওপারে মায়ের কাছে পাঁচ বছরের ছেলেকে ফিরিয়ে দিল ভারত, ধন্যবাদ পাকিস্তানের
ইসলামাবাদ ও নয়াদিল্লি: শত্রুতার আবহে সৌভাতৃত্বের নজির। পাঁচ বছরের বালককে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানাল পাকিস্তান।
খবরে প্রকাশ, ইফতিকার আহমেদ নামে ওই বালকের মা রোহিনা কিয়ানি, যিনি পাকিস্তানি নাগরিক, অভিযোগ করেন, ২০১৬ সালের মার্চ মাসে বিয়েতে নিয়ে যাওয়ার অছিলায় ইফতিকারের বাবা, ছেলেকে দুবাই হয়ে ভারতে নিয়ে চলে আসেন।
ওই ব্যক্তি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। ছেলেকেও তিনি সেখানে নিয়ে যান। এরপর পাক হাই কমিশনের সহযোগিতায় নয়াদিল্লির একটি আদালতে ছেলেকে ফেরত চেয়ে মামলা দাখিল করেন রোহিনা। আদালতে প্রমাণিত হয় যে বালক পাকিস্তানের নাগরিক। এরপরই তাকে মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন বিচারক।
কিন্তু, সীমান্ত সংঘর্ষ চলায় ইফতিকারের হস্তান্তরে আট মাস বিলম্ব হয়। গতকাল, ওয়াঘা সীমান্তে বালককে পাক রেঞ্জার্সের হাতে তুলে দেয় ভারতীয় আধিকারিকরা। সীমান্তের ওপারে তখন ছেলের অপেক্ষায় ছিলেন রোহিনা। ইফতিকারকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ছেলেকে ফিরে পেয়ে আমি ভীষণ খুশি। এর জন্য আমি পাকিস্তানের প্রশাসনের কাছে কৃতজ্ঞ। তিনি যোগ করেন, ওকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। তাই এটা আমার কাছে চমৎকারের চেয়ে কম কিছু নয়।
ইফতিকারকে তার মায়ের কাছে ফেরত দিতে মানবিকতার পরিচয় ও সহযোগিতার জন্য টুইট করে ভারতকে ধন্যবাদ জানান পাক হাই কমিশনার আব্দুল বসিত।