এক্সপ্লোর
Advertisement
২৪ ঘণ্টায় ৪ বার সংবর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, জখম ৫ ভারতীয় নাগরিক
জম্মু: ২৪ ঘণ্টায় ৪ বার সংবর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পুঞ্চে জখম ৫ ভারতীয় নাগরিক। পাল্টা জবাব ভারতীয় সেনার। সীমান্তে উত্তেজনার মধ্যেই পাক স্ট্রাইক কর্পসের সদর দফতরে পাক সেনা প্রধান। খতিয়ে দেখলেন প্রস্তুতি।
সোমবার, পাকিস্তানের মঙ্গলায় স্ট্রাইক কর্পসের সদর দফতরে যান পাক সেনা প্রধান রাহিল শরিফ। কোনও সামরিক অভিযান হলে, পাক সেনার এই স্ট্রাইক কর্পসই সবার সামনে থাকে। অভিযানের জন্য স্ট্রাইক কর্পস কতটা প্রস্তুত তা খতিয়ে দেখেন পাক সেনা প্রধান। ছিলেন পাকিস্তানের একাধিক সেনা কর্তা ও পাক ডিজিএমও।
এরই মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে পাক সেনার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত। ২৪ ঘণ্টায় ৪ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর, মাণ্ডি, সাবজিয়ান সেক্টরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকায় সেনার পোস্ট ও গ্রাম লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালায় পাক সেনা।
পুঞ্চে পাক সেনার গুলি ও মর্টারে জখম ৫ নিরীহ ভারতীয় নাগরিক। গ্রামের কয়েকটি দোকানে আগুনও লেগে যায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। ওপারে একটি পাক সেনা পোস্ট উড়িয়ে দেয় তারা। এই পরিস্থিতিতে সীমান্তে চড়ছে উত্তেজনার পারদ। পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ফের জঙ্গিরা ঢুকছে কি না, সেদিকেও নজর রাখছে সেনা ও বিএসএফ। সব থানা ও ক্যাম্পগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া একটি খবর।
করাচি বন্দর থেকে দু’টি পাক নৌকাকে ভারতের দিকে আসতে দেখা গিয়েছে। যার মধ্যে একটির অভিমুখ গুজরাত। আরেকটির অভিমুখ মহারাষ্ট্র। সবমিলিয়ে চরমে ভারত-পাক চাপানউতোর। এই প্রেক্ষাপটেই জম্মু-কাশ্মীরের কিষেণগঙ্গা নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের বাঁধ নির্মাণে আপত্তি তুলে বিশ্ব ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছে পাকিস্তান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement