এক্সপ্লোর
নৌসেরা সেক্টরে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, মৃত্যু শিশু সহ ২ জনের
![নৌসেরা সেক্টরে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, মৃত্যু শিশু সহ ২ জনের Pakistan Again Violates Ceasefire Resorts To Mortar Shelling Along Loc In Rajouri District Of Jk Army নৌসেরা সেক্টরে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, মৃত্যু শিশু সহ ২ জনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/13102550/pak-nowshera-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জম্মু:জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ফের বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। পাক বাহিনীর গোলায় মৃত্যু এক শিশু-সহ ২ জনের। আহত এক মহিলা। এদিন সকাল সোয়া ৭টা থেকে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনীর চৌকি ও জনবসতি এলাকা লক্ষ্য গুলি ও মর্টার ছুড়তে শুরু করে পাক সেনারা। এর মধ্যে ঝাঙ্গর সেক্টরের একটি বাড়িতে পড়ে পাক মর্টার। মৃত্যু হয় গৃহকর্তা ও একটি শিশুর। আহত হন শিশুটির মা। পাক সেনার গোলাবর্ষণের পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গুলির লড়াই। গত তিনদিনে এনিয়ে তিনবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।
এই নৌসেরা সেক্টরেই দুদিন আগে পাক বাহিনীর গুলিতে এক মহিলার মৃত্যু হয়েছিল। চলতি বছর এই সেক্টরেই সবচেয়ে বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। চলতি বছর এখনও পর্যন্ত ৭০ বার যুদ্ধবিরতি ভেঙেছে পাকিস্তান। এরমধ্যে ৪৬ বারই এই নৌসেরা সেক্টরে। পাকিস্তান কৃষ্ণঘাঁটি সেক্টরে পাঁচবার যুদ্ধবিরতি ভেঙেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)