এক্সপ্লোর
Advertisement
নৌশেরা ও আরএস পুরায় সংঘর্ষ বিরতি ভেঙে ফের গুলি পাকিস্তানের, যোগ্য জবাব ভারতেরও
জম্মু: জম্মু: নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রয়েছে। এবার জম্মুর রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় নৌশেরা ও আন্তর্জাতিক সীমান্তে আরএস পুরা সেক্টরে যুদ্ধবিরতি ভেঙে গুলি চালাল পাকিস্তান। ভারতীয় সেনা জওয়ানদের এবং অসামরিক জনপদ লক্ষ্য করে মর্টার ও গুলি ছোঁড়ে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনীও।
এক সেনা আধিকারিক জানিয়েছেন, সকাল দশটা থেকে বিনা প্ররোচনায় ভারতীয় সেনা জওয়ানদের লক্ষ্য করে মর্টার বম্ব, গুলি ছুঁড়তে শুরু করে পাক বাহিনী। সীমান্তের এপার থেকে পাক হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়। তবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন দুপুরে আর এস পুরা সেক্টরে বিভিন্ন গ্রাম লক্ষ্য করেও নির্বিচারে গুলি ছোঁড়ে পাকিস্তান।
এর যোগ্য জবাব দিচ্ছে বিএসএফ। গুলি বিনিময় চলছে বলে জানা গিয়েছে।
গতকালও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় সীমান্তের ওপার থেকে। একটি ছ বছরের শিশু ও বিএসএফ জওয়ানের মৃত্যু হয়, আহত ১০, এরমধ্যে আটজন সাধারণ নাগরিক।
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে ৪০ বার সংর্ঘষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement