এক্সপ্লোর
গোয়া আর্ট ফেস্টভ্যালে সম্ভবত উপস্থিত থাকবেন না পাক শিল্পীরা

পানাজি: গোয়ায় সেরেন্ডিপিটি আর্ট ফেস্টিভ্যালে সম্ভবত উপস্থিত থাকবেন না পাকিস্তানি শিল্পীরা, এমনটাই জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। অনুষ্ঠানের ডিরেক্টর প্রীতা সিংহ বলেন, দুদেশের বর্তমান যা সম্পর্ক, তাতে পাক শিল্পীদের আসার সম্ভাবনা কম। কঠিন একটা সময় চলছে। আমাদের কাছেও ঠিকমতো উত্তর নেই। জানিনা, তাঁরা আসতে পারবেন কি না। তিনি জানিয়েছেন, এই প্রজেক্টে চারজন পাক শিল্পীর আসার কথা রয়েছে। আগামী ১৬-২৩ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। বিভিন্ন প্রদেশের শিল্প, সংস্কৃতিকে একটি প্ল্যাটফর্মে তুলে ধরাই এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য। ভারতের বিভিন্ন জায়গার গান, নাচ, থিয়েটার, হস্তশিল্প, অঙ্কন, রান্না সবকিছুরই বৈচিত্র্য দেখতে পাওয়া যায় এখানে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা। b
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















