এক্সপ্লোর
Advertisement
ভারত মহাসাগরে পরমাণু অস্ত্র সজ্জার জন্য দিল্লিকে দুষল ইসলামাবাদ
ইসলামাবাদ: ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনা যত শক্তি প্রদর্শন করছে, তত পাকিস্তানের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। এবার তারা অভিযোগ করেছে, ভারত মহাসাগরে পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে আর দিল্লিই সে জন্য দায়ী। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ এই অভিযোগ করেছেন।
করাচিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্সে আজিজ অভিযোগ করেছেন, ভারত মহাসাগরে তুমুল পরমাণু অস্ত্র সজ্জা চলছে। এর ফলে এলাকার শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। সামরিকীকরণ, গণ বিধ্বংসী অস্ত্রশস্ত্র জড়ো করা, ক্ষেপণাস্ত্রের ক্ষমতাবৃদ্ধি ও বিদেশি সেনাবাহিনীর শক্তিপ্রদর্শন মহাসাগরের শান্তির পক্ষে সবথেকে বড় বাধা বলে তাঁর অভিযোগ।
আজিজের কথায়, পাকিস্তান তাদের জাতীয় স্বার্থ সম্পর্কে ওয়াকিবহাল, সামুদ্রিক নিরাপত্তাগত চ্যালেঞ্জ সামলাতে যা করার করা হবে। তবে ভারত মহাসাগরে যে সব ঘটনা ঘটে চলেছে, সে সম্পর্কে চোখ বুজে থাকা সম্ভব নয়।
ভারত যেভাবে তাদের সামুদ্রিক শক্তিবৃদ্ধি করে চলেছে, তা চিন্তার বিষয় বলে তিনি মন্তব্য করেছেন। কিন্তু তাঁর দাবি, পাকিস্তান নিজের স্বার্থেই চায়, এলাকায় শান্তি বজায় থাকুক। কারণ পাকিস্তানের উপকূলবর্তী এলাকা ১,০০০ কিলোমিটারের বেশি দীর্ঘ, করাচি ও গদর বন্দর ঘিরে বিশাল ইকনমিক জোন রয়েছে। এছাড়া পাকিস্তানের ৯৫ শতাংশ বাণিজ্যই জলপথে হয় বলে তিনি মন্তব্য করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement