এক্সপ্লোর
Advertisement
নেপালে নিখোঁজ পাক সেনা অফিসার, খবর চেয়ে ভারতকে চিঠি লিখল পাকিস্তান
নয়াদিল্লি: কূলভূষণ যাদব মামলায় আসতে পারে নয়া মোড়। পাকিস্তানের জনৈক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ হাবিব জাহির ৬ এপ্রিল থেকে নেপালে নিখোঁজ হয়েছেন। তাঁর খোঁজ চেয়ে পাকিস্তান আবার ভারত সরকারকে চিঠি লিখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাক নিরাপত্তা আধিকারিকরা এর আগে অভিযোগ করেছেন, ভারতই হাবিবকে অপহরণ করেছে কূলভূষণের মুক্তির ব্যবস্থা করতে। কিন্তু উচ্চবাচ্য করেনি ইসলামাবাদ। এই প্রথম তারাও ঘটনার সত্যতা স্বীকার করে হাবিবের খোঁজ জানতে দিল্লিকে চিঠি দিল।
ভারতীয় হাইকমিশনের কাছেও বিষয়টি তুলেছে তারা। দূতাবাস কর্মীরা স্পষ্ট করে দিয়েছেন, হাবিবের ব্যাপারে তাঁদের কিছুই জানা নেই। যদিও সূত্রের খবর, ইসলামাবাদ নিশ্চিত, গোটা ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর হাত রয়েছে, হাবিব রয়েছেন তাদের আস্তানাতেই।
হাবিবের খবর পেতে নেপাল বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করেছে পাকিস্তান।
কে এই হাবিব? পাকিস্তানের এই প্রাক্তন সেনা আধিকারিক কাজ করেছেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে। ৬ এপ্রিল কাঠমান্ডু থেকে লুম্বিনীতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর পরিবারের দাবি, নেপালে রাষ্ট্রপুঞ্জের একটি এজেন্সিতে তাঁকে প্রতি মাসে ৮,৫০০ মার্কিন ডলারের চাকরি অফার করা হয়, সে জন্য তিনি নেপাল গিয়েছিলেন। যদিও আর একটি সূত্রের খবর, আইএসআইয়ের এক গোপন মিশনে নেপাল দিয়েছিলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement