এক্সপ্লোর
Advertisement
হিজবুলের প্রস্তাব প্রত্যাখ্যান, সন্ত্রাসবাদীদের কথায় নয়, কাশ্মীরে ফিরব নিজেদের ইচ্ছায়, জানিয়ে দিলেন পন্ডিতরা
জম্মু: কাশ্মীরী জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রস্তাবে সরাসরি ‘না’ পন্ডিতদের। নয়ের দশকে সন্ত্রাসবাদের চোখরাঙানিতে ভীত, সন্ত্রস্ত ঘরছাড়া পণ্ডিতদের নির্ভয়ে কাশ্মীর উপত্যকায় ফেরার ডাক দিয়ে তাঁদের নিরাপত্তার গ্যারান্টি দেবে বলে জানিয়েছে হিজবুল কমান্ডার জাকির রশিদ ভাট। কিন্তু কিছুদিন আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির উত্তরসূরীর এই আগ বাড়িয়ে দেওয়া সৌহার্দ্যের বার্তা প্রত্যাখ্যান করে সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদীদের কথায় ঘরে ফিরবেন না বলে জানিয়ে দিলেন পন্ডিতরা। এ ব্যাপারে কাশ্মীরী পন্ডিত কনফারেন্স (কেপিসি) সংগঠনের প্রধান কুন্দন কাশ্মীরী বলেছেন, কাশ্মীর ঐতিহাসিক ভাবে কাশ্মীরী পন্ডিতদের। সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদীদের বা ওদের সীমান্তের ওপারের প্রভুদের এজেন্ডা মেনে তাঁরা কখনই ফিরবেন না। আমরা ওর এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।
পন্ডিতরা নিজেদের খুশি মতো, নিজেদের শর্তে, যখন চাইবেন, তখন কাশ্মীর উপত্যকায় ফিরবেন বলে জানিয়ে দেন তিনি।
কুন্দন হিজবুল নেতার প্রস্তাবে চক্রান্তের ছায়া দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন, হিজবুল কমান্ডারটি একদিকে গোটা দুনিয়াকে দেখাতে চাইছে, পাকিস্তান-পন্থী সন্ত্রাসবাদীরা আসলে ধর্মনিরপেক্ষ, আবার অন্যদিকে পন্ডিতরা উপত্যকায় নিজেদের ভিটেয় ফিরে যাওয়ার পর যাতে অসহায় মানুষগুলোর ওপর ফের হামলা করা যায়, মৌলবাদী, বিচ্ছিন্নতাবাদী ও পাথর-ছোঁড়া যুবকদের হাতে সেই সুযোগও করে দিচ্ছে।
#কাশ্মীরী পন্ডিতদের কি হিজবুলের প্রস্তাবে সাড়া দেওয়া উচিত? আপনার মতামত জানান নীচের কমেন্টস বক্সে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement