ব্যাঙ্ক প্রতারণা: উর্জিত পটেলকে তলব সংসদীয় কমিটির
![ব্যাঙ্ক প্রতারণা: উর্জিত পটেলকে তলব সংসদীয় কমিটির Par panel calls RBI Guv to answer queries on bank scams ব্যাঙ্ক প্রতারণা: উর্জিত পটেলকে তলব সংসদীয় কমিটির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/05143525/yourstory-Urjit-Patel-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: গত কয়েকমাসে একাধিক ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের ঘটনা ফাঁস হওয়ার প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলকে তলব করল সংসদীয় কমিটি।
এদিন আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমারের সামনে একাধিক প্রশ্ন রাখেন কংগ্রেস নেতা বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন সংসদের আর্থিক-বিষয়ক স্থায়ী কমিটি। সূত্রের খবর, আগামী ১৭ তারিখ উর্জিত পটেলকে তলব করা হয়েছে। সাম্প্রতিক ব্যাঙ্কিং কেলেঙ্কারি ও অন্যান্য বিধিনিয়ম সংক্রান্ত প্রশ্নের উত্তর চাওয়া হবে আরবিআই-এর গভর্নরের কাছে।
এদিন বৈঠকে বসেন স্থায়ী কমিটির সদস্যরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও এই স্থায়ী কমিটির সদস্য। তিনিও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। সেখানে, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে বাড়তে থাকা আর্থিক প্রতারণা ও কেলেঙ্কারির ঘটনা নিয়ে আলোচনা হয়।
সম্প্রতি, উর্জিত বলেছিলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য প্রয়োজনীয় ক্ষমতা নেই রিজার্ভ ব্যাঙ্কের। কমিটির এক সদস্য এদিন বলেন, আমরা আরবিআই গভর্নরের কাছে জানতে চাইব, কী ধরনের ক্ষমতা তিনি চান।
এর আগে, অর্থমন্ত্রকের কাছে এই প্রশ্ন করে কমিটি। মন্ত্রকের আধিকারিকরা আংশিক উত্তর দিতে পেরেছেন। এরপরই, তিন সপ্তাহের মধ্যে বিস্তারিত উত্তর জমা দিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছে কমিটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)