এক্সপ্লোর
মোবাইলে চার্জ দেওয়ার নামে ককপিটে ঢোকার চেষ্টা ‘মাতাল’ যাত্রীর, নামিয়ে দেওয়া হল বিমান থেকে, জেরার পর রেহাই
মুম্বই: ‘মাতাল’ যাত্রীর কাণ্ড। কলকাতামুখী ইন্ডিগো বিমানের এক যাত্রী ‘নেশার ঘোরে’ মোবাইল ফোনে চার্জ দেওয়ার নামে ককপিটে ঢোকার চেষ্টা করায় হুলুস্থূল পড়ে যায়। ঘটনাটি গত সোমবারের। বিমানটি তখনও রওনা হয়নি। বিমান সংস্থার মুখপাত্র বলেছেন, বিমান মাটিতে থাকা অবস্থাতেই এক অভব্য যাত্রী মোবাইলে চার্জ দেওয়ার অছিলায় ককপিটে ঢুকতে যান। চলতি রীতি অনুসারে মুম্বই-কলকাতা ফ্লাইটের চালক নিরাপত্তাবিধি লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার প্রক্রিয়া অনুসরণ করেন।
কোনও বাণিজ্যিক বিমানে যাত্রীদের ককপিটে ঢোকার অনুমতি নেই।
বিমানবন্দরের পুলিশ ফাঁড়ির এক অফিসার ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যান। তাঁকে কিছুক্ষণ জেরা করে পরে ছেড়ে দেওয়া হয়। বছর ৩৫-এর ওই যাত্রী নেশাচ্ছন্ন ছিলেন, মোবাইল ফোনে চার্জ দিতে চাইছিলেন। তাই তিনি ককপিটের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার মতো কিছু পায়নি পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement