এক্সপ্লোর
Advertisement
পশুখাদ্য কেলেঙ্কারিতে নিজেকে মিডিয়ায় 'নির্দোষ' দাবি করায় লালুকে তোপ পাসোয়ানের
নয়াদিল্লি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায় ঘোষণার আগে লালুপ্রসাদ যাদবকে তীব্র আক্রমণ রামবিলাস পাসোয়ানের। লালু মিডিয়ার সামনে নিজেকে 'নির্দোষ' বলে যে দাবি করেছেন, তাকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, উনি রেহাই পাবেন না দোষী সাব্যস্ত হবেন, সেটা আদালতে স্থির হবে। আমরা তা নিয়ে মন্তব্য করছি না। কিন্তু আদালতের রায় এখনও না বেরলেও উনি সকাল থেকে টিভি চ্যানেলে লেকচার দিয়ে যাচ্ছেন! কেন্দ্রের এনডিএ সরকারের শরিক লোকজনশক্তি পার্টির প্রধান তথা কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন মন্ত্রী পাসোয়ান লালু রেলমন্ত্রী থাকার সময় দুর্নীতি করেছেন বলেও অভিযোগ করেন। বলেন, রেলে বড় মাতব্বর ছিলেন উনি। কিন্তু কী করেছেন? শুধু টাকা কামিয়েছেন।
সদ্যসমাপ্ত গুজরাত, হিমাচল প্রদেশ নির্বাচনে বিজেপি 'গুরুত্বপূর্ণ' জয় পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানিয়ে বলেন, কোনও ইস্যুই নেই, তাই ২০১৯-এ বিরোধী পক্ষ বলে কিছু থাকবে না। ২০১৯-এ দলের প্রাপ্তির ব্যাপারে কী বলবেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ২০১৯-এ সব বিরোধী দলের একজোট হওয়াটা 'অসম্ভব' বলে মন্তব্য করেন পাসোয়ান। ওরা 'সাত জন্মেও' এক হতে পারবে না বলেও কটাক্ষ করেন! আরও বলেন, কংগ্রেস একাই সংসদে হইচই করছে, বিরোধী শিবিরের কোনও দল ওদের সঙ্গে যায়নি। সংসদের ভিতরেই যারা এককাট্টা হতে পারে না, বাইরেও পারবে না তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement