এক্সপ্লোর
ডাক্তারকে ছুরির কোপ চিকিৎসার খরচে ক্ষিপ্ত রোগীর!
![ডাক্তারকে ছুরির কোপ চিকিৎসার খরচে ক্ষিপ্ত রোগীর! Patient Stabs Doctor Over Expensive Treatment At Pune Hospital ডাক্তারকে ছুরির কোপ চিকিৎসার খরচে ক্ষিপ্ত রোগীর!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/19113045/knife-murder.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চিকিত্সার বিপুল খরচ বহু রোগীরই জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়। অনেকেই এত অর্থ ব্যয় করে চিকিত্সা করাতে পারেন না। কিন্তু এই ঘটনা চিকিত্সাকর্মীদেরও বিপদের মুখে ফেলে দিতে পারে। চিকিত্সার খরচের পরিমাণ দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। কিন্তু এবার এক রোগী ডাক্তারকেই ছুরি মেরে বসলেন।
৭৫ বছরের এক বৃদ্ধ পুনের একটি হাসপাতালে হাঁফানির চিকিত্সার জন্য এসেছিলেন। তিনি রাগের মাথায় ডাক্তারকে ছুরির কোপ মারলেন। চিকিত্সার খরচ তাঁর ক্ষিপ্ত হয়ে ওঠার অন্যতম কারণ বলে জানা গিয়েছে।
হাতে ও পেটে ছুরির আঘাত লেগে জখম হয়েছেন চিকিত্সক। প্রথমে ওই বৃদ্ধর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও পরে তা প্রত্যাহার করে নেন চিকিত্সক।পুলিশ ও কোর্ট-কাছারির ঝামেলায় যেতে চান না বলেই তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই চিকিত্সক।
চিকিত্সক জানিয়েছেন, ওই বৃদ্ধ চার দিন হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। ছুরি নিয়ে হামলার পর চিকিত্সার কোনও খরচ না নিয়েই তাঁকে ছেড়ে দেওয়া হয়। আক্রান্ত চিকিত্সক অবশ্য চিকিত্সার মাত্রাতিরিক্ত বিলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, চারদিনের বিল ৯০০০ টাকার বেশি হত না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)