মমতার ‘মা, মাটি ও মানুষ’ স্লোগান এবার নবীন পট্টনায়েকের গলাতেও

ভূবনেশ্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান এবার শোনা গেল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের গলায়।
সোমবার, রাজ্যের মহিষাখালে দলের জনসম্পর্ক পদযাত্রার সূচনা করতে গিয়ে পট্টনায়েকের গলায় উঠে আসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্লোগান। তিনি বলেন, বিজেডি ‘মা, মাটি ও মণীষার’ জন্য কাজ করে। ভবিষ্যতেও করবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা, মাটি ও মানুষ’ স্লোগানটি পশ্চিমবঙ্গে বহুল প্রচলিত হয় ২০০৯ সালের লোকসভা এবং ২০১১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই।
এদিন পট্টনায়েক জানান, ওড়িশাবাসীর স্বার্থ রক্ষা করতে নিবেদিত বিজেডি। ওড়িশাবাসী বিজেডিকে আশীর্বাদ দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও দেবে। তিনি বলেন, ১৭ বছরের শাসনে তিনি রাজ্যের দারিদ্র্য অনেকটাই কমিয়ে এনেছেন।






















