দেশজুড়ে অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক হোক হিন্দি, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

নয়াদিল্লি: দেশের সব স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে হিন্দিকে বাধ্যতামূলক করার লক্ষ্যে একটি জনস্বার্থ মামলা দাখিল হল সুপ্রিম কোর্টে।
মামলাকারী দিল্লি বিজেপির মুখপাত্র তথা আইনজীবী অশ্বিণী কুমার উপাধ্যায় জানান, তিন-ভাষার ফর্মুলা কার্যকর করার বিষয়টি – হিন্দিভাষী রাজ্যগুলিতে (হিন্দি, ইংরেজি ও আধুনিক ভাষা) ও অ-হিন্দিভাষী রাজ্যগুলিতে (হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষা) দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে।
আবেদনে সংবিধানের বিভিন্ন ধারা ও রাজ্যগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে ১৯৬৮ সালে তৈরি জাতীয় নীতি প্রস্তাবে গৃহীত হওয়া সত্ত্বেও তিন-ভাষার ফর্মুলা কার্যকর না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। উপাধ্যায় বলেন, দেশে ভ্রাতৃত্ববোধ, ব্যক্তি সম্মান এবং একতা ও সংহতি প্রচার করতে দেশের সর্বত্র প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি।
উপাধ্যায়ের অভিযোগ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে দাবি ওঠার পরই ১৯৬৮ সালে সংসদে প্রস্তাব পাশ হয়েছিল। যদিও, আজও সব রাজ্য এই তিন-ভাষার ফর্মুলাকে গ্রহণ করেনি। তিনি যোগ করেন, হিন্দিভাষী নন বহু সরকারি কর্মী এবং বিচারপতি – হিন্দি পড়তে, লিখতে বা কথা বলতে অস্বস্তি বোধ করেন। তাঁর মতে, হিন্দিকে বাধ্যতামূলক করলে এই সমস্যার সমাধান হবে।
এই মর্মেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন উপাধ্যায়। শীর্ষ আদালতে তাঁর আবেদন, হিন্দিকে বাধ্যতামূলক করতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক। মামলার শুনানি আগামী সপ্তাহে হবে।






















