এক্সপ্লোর
Advertisement
ডিউটি আওয়ার শেষ, বিমান চালাতে নারাজ পাইলট
জয়পুর: ডিউটির নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পাইলট বিমান চালাতে নারাজ। বিপাকে যাত্রীরা। গতকাল এমনই অভাবনীয় পরিস্থিতি দেখা গেল জয়পুর বিমানবন্দরে।
এয়ার ইন্ডিয়ার অধীনস্থ অ্যালায়েন্স এয়ারের জয়পুর-দিল্লি ফ্লাইটের পাইলট ডিউটির নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ায় আর বিমান চালাতে পারেননি বলে জানিয়েছেন জয়পুরের সাঙ্গেনার বিমানবন্দরের ডিরেক্টর জে এস বলহারা। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) নিরাপত্তা সংক্রান্ত কারণে যে নিয়মবিধি চালু করেছে, তাতে ডিউটির সময়সীমা পেরিয়ে গেলে পাইলট আর বিমান চালাতে পারেন না।
এয়ার ইন্ডিয়ার স্টেশন অফিসের জনৈক কর্মী বলেন, ঠিক ছিল, দিল্লি থেকে আসা একটি ফ্লাইটের পাইলট ও ক্রু গতকাল রাতে জয়পুর থেকে দিল্লিগামী (9I-644) ফ্লাইটের ভার নেবেন। কিন্তু দিল্লি থেকে ফ্লাইট আসতে অনেক দেরি হয়। সেটি জয়পুরে অবতরণ করে রাত দেড়টায়। তারপর পাইলট দিল্লিগামী বিমানে উঠতে অস্বীকার করেন।
অসুবিধায় পড়েন প্রায় ৪০ জন যাত্রী। কয়েকজনকে গাড়িতে দিল্লি রওনা করানো হয়। কয়েকজনকে হোটেলে রাখার বন্দোবস্ত করে বাকিদের আজ সকালের ফ্লাইটে তুলে দেয় বিমান কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement