চরম সঙ্কটে থাকা কোভিড রোগীকে প্লাজমা থেরাপি, পুণের হাসপাতালকে অনুমতি আইসিএমআর-এর
রবিবার আইসিএমআর অনুমতি দিয়েছে।
পুণে: চরম সঙ্কটে থাকা কোভিড-১৯ আক্রান্ত রোগীর ওপর প্লাজমা থেরাপির অনুমতি চেয়ে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের কাছে আবেদন করেছিল পুণের একটি সরকারি হাসপাতাল। রবিবার আইসিএমআর সেই অনুমতি দিয়েছে বলে সূত্রের খবর।
কনভেলেসেন্ট-প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা রোগীর চিকিৎসা, এই পদ্ধতিতে একজন করোনামুক্তের শরীর থেকে প্লাজমা নিয়ে আক্রান্তকে দেওয়া হয়। এতে চরম সঙ্কটে থাকা করোনা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সম্ভবনা থাকে। সেরে ওঠা রোগীর অ্যান্টিবডি দিয়েই হয় অন্য রোগীর চিকিৎসা। এই চিকিৎসা পদ্ধতি কার্যকর করার জন্য আইসিএমআরকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির প্রত্যুত্তরেই সম্মতি জানায় ভারতোর সর্বোচ্চ মেডিক্যাল সংস্থা।
সূত্রের খবর অনুযায়ী, প্লাজমা থেরাপির জন্য ইতিমধ্যেই ৩৫ জন দাতার তালিকা তৈরি করা হয়েছে। যারা প্লাজমা দান করবেন তাঁদের পরীক্ষা করেই তা নেওয়া হবে বলেও সূত্রের খবর। আইসিএমআর-এর তরফে এও জানানো হয়েছে, প্লাজমা থেরাপি একমাত্র তখনই দেওয়া হবে, যখন রোগীর ওপর ওষুধ কাজ করেব না এবং ওটাই হবে শেষ চেষ্টা। এই থেরাপির কথা জানার পর অনেক করোনামুক্ত অনেকেই প্লাজমা দানের জন্য উৎসাহ দেখিয়েছেন। প্লাজমা দানের কথা বলেছেন বলিউড গায়িকা কণিকা কপূরও।