এক্সপ্লোর
নোট বাতিল: প্রতিটি দেশবাসীর মত জানতে চাইলেন মোদী
নয়াদিল্লি: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে যখন বিরোধী দলগুলো একজোট হয়ে দেশজুড়ে বিক্ষোভ-অবস্থান-ধর্নায় বসার পরিকল্পনা করছে, তখন এবিষয় আমজনতার মতামত জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী, জনসাধারণের কাছে আর্জি রেখেছেন একটি সমীক্ষায় অংশ নেওয়ার জন্যে। মোবাইল ফোনে নরেন্দ্র মোদী অ্যাপ বা এনএম অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে এই সমীক্ষায়।
এই সমীক্ষায় আমজনতার সামনে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। টুইট করে প্রধানমন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের প্রতিটি মানুষের মতামত তিনি জানতে চান।
সমীক্ষায় যে প্রশ্নগুলো রাখা রয়েছে, তারমধ্যে রয়েছে কেন্দ্রের এই সিদ্ধান্তে মানুষ কতটা উপকৃত হয়েছে ? এছাড়া আমজনতার থেকেও পরামর্শ চাওয়া হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সেবিষয় তাঁরা কী ভাবছেন? জানতে চাওয়া হয়েছে আমজনতার থেকে কালো টাকা রোধের জন্যে যদি অন্যকোনও পন্থা তাঁদের কাছে থাকে? সমীক্ষায় আরও যেসমস্ত প্রশ্ন রয়েছে, তারমধ্যে রয়েছে আপনারা কী মনে করেন ভারতে কালো টাকা আছে? যদি কালো টাকা থাকে, তাহলে সেই টাকা আইনসিদ্ধ করতে কী এখানকার সরকারের আরও শক্ত হওয়া উচিত্? তারপরই জানতে চাওয়া হয়েছে কালো টাকা রোধে কেন্দ্রের ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত কী সমর্থনযোগ্য?I want your first-hand view on the decision taken regarding currency notes. Take part in the survey on the NM App. https://t.co/TYuxNNJfIf pic.twitter.com/mWv2frGn3R
— Narendra Modi (@narendramodi) November 22, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement