PM Modi Mann Ki Baat: ‘কৃষকদের পুরনো অনেক দাবি পূরণ করবে নতুন আইন’, মন কি বাত অনুষ্ঠানে মোদি
করোনা-কালে শিখ সমাজের দেশসেবার ভূমিকা প্রশংসনীয় বলে জানান প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি রাজনৈতিক দলগুলি। সেখানে, কৃষকদের পুরনো অনেক দাবি পূরণ করবে নতুন আইন, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি রাজনৈতিক দলগুলি। আমরা কৃষকদের অধিকার দিয়েছি। এতে তাঁরা সুবিধা পেতে শুরু করেছেন। কৃষকদের পুরনো অনেক দাবি পূরণ করবে নতুন আইন।’
কানাডা থেকে প্রাচীন মূর্তি ভারতে ফেরা প্রসঙ্গে মোদি বলেন, ‘কানাডা থেকে দেবী অন্নপূর্ণার মূর্তি ফিরিয়ে আনতে পেরেছি আমরা। ১০০ বছর পর মূর্তি ফিরিয়ে এনেছি। দেশজুড়ে ১০টি ভার্চুয়াল গ্যালারি থেকে সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার করা হবে। অজন্তা গুহার ছবিও দেখা যাবে ভার্চুয়াল গ্যালারিতে।’
প্রধানমন্ত্রীর মতে, ‘ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে আকৃষ্ট হয়ে বিদেশীরা এসেছেন দেশে। অনেকে এসে এখানে রয়ে গিয়েছেন। দেশের মানুষকে বেদান্ত শিক্ষা দিচ্ছেন জোনাসের মতো ব্যক্তিরা। করোনা-কালে বেদান্ত শিক্ষায় লাভ পাচ্ছেন দেশবাসী।’
করোনা-কালে শিখ সমাজের দেশসেবার ভূমিকা প্রশংসনীয় বলে জানান প্রধানমন্ত্রী। গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে মোদি বলেন, করোনাকালে শিখ লঙ্গারগুলি অভাবী মানুষের সেবা করে গিয়েছে।