এক্সপ্লোর
Advertisement
LIVE UPDATE: দেশকে ভুল পথে চালিত করা কি উচিত কাজ? সিএএ নিয়ে বিরোধী দলগুলির অবস্থার দুর্ভাগ্যজনক, রাজ্যসভায় মোদি
LIVE
Background
২১ শতকের তৃতীয় দশকে মাননীয় রাষ্ট্রপতির এই বক্তব্য আমাদের দিশা দেখাবে। কোটি কোটি মানুষের মনে বিশ্বাস জোগাবে রাষ্ট্রপতির ভাষণ।
19:02 PM (IST) • 06 Feb 2020
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের মন্তব্যের সমালোচনা করে মোদি বলেন, ‘গুলাম নবি আজাদজি বলেছেন, কোনও আলোচনা ছাড়াই জম্মু ও কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বক্তব্য ঠিক নয়। সারা দেশ দেখেছে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাংসদরা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। মানুষ সহজে পুরনো কথা ভুলে যায় না। রাজ্যসভার বিরোধী দলনেতাকে আমি তেলঙ্গানা রাজ্য গঠনের প্রক্রিয়ার কথা মনে করিয়ে দিতে চাই। দরজা বন্ধ করে, সরাসরি সম্প্রচার বন্ধ করে তেলঙ্গানার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কয়েক দশক পর প্রথমবার জম্মু ও কাশ্মীরের মানুষ সংরক্ষণের সুবিধা পাচ্ছেন। দুর্নীতি দমন শাখাও তৈরি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার।’
18:54 PM (IST) • 06 Feb 2020
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে প্রতিবাদ-বিক্ষোভের পিছনে আছে কট্টরপন্থী দলগুলি। তিনি কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা কীভাবে দিল্লিতে এবং দেশের অন্যত্র একই ধরনের অরাজকতাকে সমর্থন করেন যার ফলে আপনাদের রাজ্যে সমস্যা হচ্ছে?’
18:49 PM (IST) • 06 Feb 2020
বিরোধী দলগুলিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় জনসংখ্যা পঞ্জি ও জনগণনা সাধারণ সরকারি প্রক্রিয়া। অতীতেও এটা হয়েছে। কিন্তু ভোটব্যাঙ্কের রাজনীতি জরুরি মনে হওয়ায় যারা অতীতে এনপিআর করেছিল, তারাই এখন এ বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছে।’
18:40 PM (IST) • 06 Feb 2020
বিরোধীদের আক্রমণ করে মোদি আরও বলেন, ‘আপনাদের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নিয়ে যখন এত জ্ঞান ও পরামর্শ ছিল, তাহলে এতদিন ধরে এটি আটকে রেখেছিলেন কেন? কয়েকজন সাংসদের বক্তব্যে আমি একটু হতাশ হয়েছি। কয়েকজন সদস্য অচলাবস্থাকেই আশীর্বাদ বলে ধরে নিয়েছেন। তাঁরা পুরনো দিনেই আটকে আছেন, অতীতের কথাই বলে যাচ্ছেন। নিরাশা দেশের পক্ষে ভাল নয়। পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার নিয়ে আলোচনার ইতিবাচক দিক হল, যাঁরা এর বিরোধিতা করছেন তাঁরাও পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির কথা বলছেন। আমরা তাঁদের মানসিকতা বদলে দিয়েছি।’
18:32 PM (IST) • 06 Feb 2020
এমডিএমকে প্রধান ভাইকো বলেছিলেন, ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের জন্য কালো দিন। তাঁকে পাল্টা জবাব দিয়ে মোদি বলেন, ‘ভাইকোজি, ওই দিনটি জম্মু ও কাশ্মীরের জন্য কালো দিন ছিল না, যারা সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে মদত দেয়, তাদের জন্য কালো দিন ছিল।’
Load More
Tags :
Lok Sabha Narendra Modi Budget Speech PM Modi Lok Sabha Badget Speech 2020 PM Modi Narendra Modiবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement