এক্সপ্লোর
মোদীর নিষেধ উড়িয়ে মমতাকে 'সুর্পণখা' বললেন বিজেপি নেতা

লখনউ: মাত্র একদিন আগেই নিজের দলের নেতাদের কোনওধরনের কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর হুঁশিয়ারিতে যে কোনও ফল হয়নি, উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার মন্তব্য থেকেই সেটা স্পষ্ট। বিজেপি নেতা সুরেন্দ্র সিংহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'সুর্পণখা' বলে আক্রমণ করেন। সেখানেই থামেনি বিজেপি নেতার কুরুচিকর মন্তব্যের ঝড়। এরপর তিনি দাবি করেন, শিগগিরই বাংলা জম্মু কাশ্মীরে বদলে যাবে। সেখান থেকে হিন্দুদেরই অন্যত্র চলে যেতে হবে। সুরেন্দ্র সিংহের দাবি, বাংলায় হিন্দুরা নিরাপদ নয়। সেখানে প্রকাশ্য রাস্তায় মারা হচ্ছে হিন্দুদের, কিন্তু মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ না নিয়ে বসে রয়েছেন। তাই এই বিজেপি নেতার দাবি, এখনই যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে শীঘ্রই বাংলা জম্মু-কাশ্মীরে বদলে যাবে। সেখানে বাড়িগুলো হিন্দুর নামে হলেও, থাকবে মুসলিমরা। তবে এই প্রথম এধরনের কুরুচিকর এবং বিতর্কিত মন্তব্য করলেন না এই বিজেপি নেতা। এর আগে একবার তিনি বলেছিলেন, ২০২৪ সালে ভারত সম্পূর্ণ হিন্দু রাষ্ট্রে বদলে যাবে। এমনকি তিনি এও বলেন, কেউ যদি বন্দে মাতরম না বলেন, তারা প্রত্যেকেই পাকিস্তানি। এছাড়া উন্নাও ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত কুলদীপ সিং সেঙ্গারকে রক্ষা করার চেষ্টা পর্যন্ত করেছিলেন। এএনআইয়ের তরফে প্রকাশিত এক ভিডিও ক্লিপে দেখা যায় সুরেন্দ্র বলছেন, তিন সন্তানের মাকে কি কেউ ধর্ষণ করতে পারে? সেঙ্গারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে দিন কয়েক আগেই এধরনের মশলাদার, ভিত্তিহীন মন্তব্য করা থেকে নিজের দলের প্রতিনিধিদের বিরত থাকার নির্দেশ দেন মোদী। তিনি বলেন টিভির ক্যামেরা দেখলেই কথা বলতে শুরু করে দেওয়াটা বদভ্যাস। গত বছর নিজের দলের নেতাদের নীরব থাকার শিল্পটা করায়ত্ত করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















