এক্সপ্লোর
Advertisement
ওয়ানখেড়ে-কাণ্ড: শাহরুখকে ক্লিনচিট মুম্বই পুলিশের
মুম্বই: ২০১২ সালের ওয়ানখেড়ে বিতর্কে বলিউড অভিনেতা শাহরুখ খানকে ক্লিনচিট দিল মুম্বই পুলিশ।
সম্প্রতি ওই মামলায় মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশ জানায়, তদন্তের পর অভিনেতার বিরুদ্ধে কোনও ধর্তব্যযোগ্য অপরাধের প্রমাণ মেলেনি।
২০১২ সালে ওয়ানখেড়েতে আইপিএল-এর একটি ম্যাচের পর মাঠের নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে শাহরুখের বিরুদ্ধে।
এই প্রেক্ষিতে অভিনেতার শাস্তি চেয়ে ২০০৮ সালে মামলা দাখিল করেন এক স্থানীয় সমাজকর্মী। কিন্তু, সেবার শাহরুখের পক্ষে রায় দেয় উচ্চ আদালত।
এর পরে ফের বেসরকারিভাবে নতুন অভিযোগ দায়ের করেন অমিত মারু নামে ওই ব্যক্তি। পুলিশের দাবি, শাহরুখ সব অভিযোগ খারিজ করেছেন।
অভিনেতাকে উদ্ধৃত করে আদালতে পুলিশ জানিয়েছে, শাহরুখ বলেছেন ওইদিন তাঁর দল কলকাতা নাইট রাইডার্স জেতার পর কচিকাঁচারা মাঠে খেলছিল।
সেইসময় নিরাপত্তারক্ষী বিকাশ দালভি সকলকে বেরিয়ে যেতে বলেন। তখন শাহরুখ জানান, বাচ্চারা তাঁর সঙ্গে রয়েছে। শাহরুখের দাবি, বিকাশ তাঁদের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করায় তিনি ক্ষিপ্ত হয়ে যান।
ওই ঘটনার পর শাহরুখের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করে মু্ম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এখন সব অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর সেই নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয় কি না সেটাই দেখার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement