এক্সপ্লোর
Advertisement
সেনাকে বাঁচাতে পুলিশ জোর করে বয়ান লিখিয়েছিল, দাবি কাশ্মীরের নাবালিকার
শ্রীনগর: ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে মাসখানেক আগেই উত্তাল হয়ে উঠেছিল কাশ্মীর, সেনা-জনতা সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছিল, সেই মেয়েটি এবার বয়ান বদল করল। তার দাবি, পুলিশ জোর করে তাকে দিয়ে মিথ্যা বয়ান লিখিয়ে নিয়েছিল এবং ভিডিও বিবৃতি দিতে বাধ্য করেছিল।
এদিন এক সাংবাদিক বৈঠকে ওই নাবালিকা বলেছে, গত ১২ এপ্রিল সে বাথরুম থেকে বেরোতেই এক সেনাকর্মী তার হাত ধরে টানতে শুরু করেন। সে কোনওক্রমে তাঁর হাত ছাড়িয়ে চেঁচিয়ে বাইরে চলে আসে। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সব পুলিশকর্মীই তাকে অপমান করেন। তাকে বলা হয়, মিথ্যা কথা বলতে। এতে তার পরিবার সুরক্ষিত থাকবে। সে উর্দু লিখতে পারে না। কিন্তু তাকে দিয়ে জোর করে উর্দুতে বয়ান লিখিয়ে সই করিয়ে নেয় পুলিশ। ওই সেনাকর্মীকে বাঁচাতেই এটা করা হয়েছিল।
ওই নাবালিকার মায়েরও দাবি, পুলিশ জোর করে তাঁর মেয়েকে দিয়ে বলিয়ে নিয়েছে, ওই সেনাকর্মী তার শ্লীলতাহানি করেননি। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement