এক্সপ্লোর
Advertisement
দেশের সামনে সবচেয়ে বড় বিপদ 'ঘৃণার রাজনীতি', বললেন ফারুক
জম্মু: 'ঘৃণার রাজনীতি'ই দেশের সামনে সবচেয়ে বড় বিপদ বলে মনে করেন ফারুক আবদুল্লা। দলীয় নেতাদের বৈঠকে ন্যাশনাল কনফারেন্স প্রধান বলেছেন, কোনও ধর্মের সামনেই বিপদ নেই। সত্যিই কোনও বিপদ থেকে থাকলে সেটা হল ঘৃণার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তিগুলি যাকে ঢাল করে নিজেদের গা বাঁচাচ্ছে। আসন্ন পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যবাসীকে সাম্প্রদায়িক বিভাজনের বিপদ সম্পর্কেও সাবধান করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে জম্মু ও কাশ্মীরকে 'সাম্প্রদায়িক সদ্ভাব, সম্প্রীতি'র উজ্জ্বল নমুনা হিসাবে দাবি করে বলেন, 'ঘৃণার রাজনীতিতে বিশ্বাসীরা' রাজ্য থেকে দূরে থাকুন। ফারুক পঞ্চায়েত নির্বাচনে সামিল হতে রাজ্যবাসীকে আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেন, বিভেদকামী শক্তিগুলি সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে আবহাওয়া বিষিয়ে তোলার চেষ্টা করতে পারে, তাদের পরিকল্পনা সম্পর্কে সাবধান থাকতে হবে। রাজ্যে তৃণমূল স্তরে গণতন্ত্র শক্তিশালী করায় পঞ্চায়েত ভোটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি দলীয় ক্যাডারদের এই 'বড় চ্যালেঞ্জের' মোকাবিলায় তৈরি থাকতে বলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement