এক্সপ্লোর
বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু আজ, লক্ষ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন
![বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু আজ, লক্ষ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন Posters For Key Bjp Meet In Allahabad Keep Up Suspense Over Partys Face In Up Polls বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু আজ, লক্ষ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/12105207/allahabad-BJP-meeting-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইলাহাবাদ: রবিবার থেকে এলাহাবাদে শুরু হচ্ছে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক। হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা, সব সাংসদ এবং দলের গুরুত্বপূর্ণ নেতারা।
উত্তরপ্রদেশে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে দু দিনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপি-র রণকৌশল ঠিক হবে এই বৈঠক থেকে। দলের জাতীয় সচিব সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন, ইলাহাবাদ বরাবরই ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। জওহরলাল নেহরু, বিশ্বনাথ প্রতাপ সিংহরা এখান থেকেই পথ চলা শুরু করেছেন। এই শহরেই বৈঠক উত্তরপ্রদেশে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে।
প্রধানমন্ত্রী গত মাসে উত্তরপ্রদেশে সভা করেছেন। দলীয় সভাপতিও সম্প্রতি বলেছেন, উত্তরপ্রদেশই বিজেপি-কে সবচেয়ে বেশি সাহায্য করেছে। তারপর এই গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ইলাহাবাদে। বিজেপি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই বৈঠকে সে বিষয়েই আলোচনা হবে। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত দলীয় সহ সভাপতি ওম মাথুর সে কথা স্বীকারও করেছেন।
এই বৈঠকের আগে বিজেপি-র অন্দরে প্রশ্ন একটাই, বিধানসভা নির্বাচনে দলের প্রধান মুখ কে হবেন? আপাতত শহর ছেয়ে গিয়েছে 'মিশন ২৬৫+' পোস্টার-হোর্ডিংয়ে। দলের একটা অংশ চাইছে, সুলতানপুরের সাংসদ বরুণ গাঁধীকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হোক।
তবে দলীয় মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেছেন, দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠকেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইলাহাবাদের এই বৈঠকে সমাজবাদী পার্টির গুন্ডারাজ, মথুরার সাম্প্রতিক হিংসার ঘটনা নিয়ে আলোচনা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)