এক্সপ্লোর
Advertisement
লোকসভায় শপথ নেওয়ার সময় নামের সঙ্গে গুরুর নাম জুড়ে বিতর্কে প্রজ্ঞা
প্রজ্ঞা শপথ নেওয়ার সময় নিজের নামের শেষে স্বামী পূর্ণ চেতনানন্দ অবধেশানন্দ গিরি যোগ করেন। বিরোধীরা প্রতিবাদ করে বলেন, এর অনুমতি দেওয়া যায় না।
নয়াদিল্লি: ১৭-তম লোকসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার সময় নামের সঙ্গে নিজের আধ্যাত্মিক গুরুর নাম জুড়ে দিয়ে বিতর্কে স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। ভোপালের নির্বাচিত বিজেপি এমপি বিরোধীদের প্রবল শোরগোল, প্রতিবাদের মধ্যেই দাবি করেন, ওটাই তাঁর পুরো নাম এবং তিনি শপথ নেওয়ার আগে নির্ধারিত ফর্মে তিনি সেটাই লিখেছেন। প্রজ্ঞা শপথ নেওয়ার সময় নিজের নামের শেষে স্বামী পূর্ণ চেতনানন্দ অবধেশানন্দ গিরি যোগ করেন। বিরোধীরা প্রতিবাদ করে বলেন, এর অনুমতি দেওয়া যায় না। প্রজ্ঞার অবশ্য দাবি, ওটা তাঁর পুরো নামের অংশ। সরকার পক্ষের সাংসদরা পাল্টা তাঁর হয়ে স্লোগান দেন। প্রোটেম স্পিকার বীরেন্দ্র কুমার লোকসভা সেক্রেটারি জেনারেলের কাছ প্রজ্ঞার পুরো নাম জানতে চান। শোরগোল, হইচইয়ের মধ্যেই তিনি জানিয়ে দেন, রিটার্নিং অফিসারের দেওয়া নির্বাচনী সার্টিফিকেটে যে নাম লেখা রয়েছে, সরকারি রেকর্ডে তারই উল্লেখ থাকবে। প্রজ্ঞা এদিন শপথ নেন সংস্কৃতে। শপথ শেষ করেন ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিয়ে।
মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত স্বাধ্বী কংগ্রেসের শীর্ষনেতা দিগ্বিজয় সিংহকে হারিয়ে প্রথম বার সংসদে নির্বাচিত হয়েছেন।
এরপর বিজেপির একেকজন এমপি শপথ নেওয়ার শেষে বাকিরা ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement