এক্সপ্লোর
Advertisement
গৌরী লঙ্কেশ হত্যা: আরও বড় অভিনেতা মোদী, আমার পুরস্কারগুলি ওঁকে দিতে চাই! কটাক্ষ অভিনেতার
বেঙ্গালুরু: নরেন্দ্র মোদীকে বিদ্রূপ প্রকাশ রাজের। মাসখানেক আগে আততায়ীর গুলিতে কন্নড় সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নীরব বলে অভিযোগ তাঁর। কেন মোদীর এই 'নীরবতা', সেই প্রশ্ন তুলেছেন দক্ষিণী সিনেমার এই তারকা অভিনেতা, যিনি ছিলেন গৌরীর ঘনিষ্ঠ বন্ধু। প্রধানমন্ত্রী কিছু না করায়, বলায় প্রতিবাদস্বরূপ পাঁচটি জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন প্রকাশ। তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী সমেত আরও অনেক বড় বড় অভিনেতা আছেন আমার চেয়ে, তাঁদেরই বরং এইসব পুরস্কার পাওয়া উচিত!
গত সেপ্টেম্বরের গোড়ায় দক্ষিণপন্থী মতাদর্শের তীব্র বিরোধী ও ধর্মনিরপেক্ষতার প্রবল সমর্থক ৫৫ বছরের সাংবাদিককে গুলি করে খুন করা হয় তাঁর বাড়ির দরজায়। কেউ এখনও গ্রেফতার হয়নি। গৌরীর বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, ঘাতকের হেলমেটে মুখ ঢাকা রয়েছে।
গৌরীর মৃত্যুর পর ট্যুইটারে তাঁকে ব্যঙ্গবিদ্রূপ, কটাক্ষ করে উল্লাস প্রকাশ করে অনেকে। অভিযোগ ওঠে, এদের কাউকে কাউকে ফলো করেন মোদী। দেশজুড়ে সরব নানা মহল বলে, বিরুদ্ধ মত প্রকাশ করলে কী পরিণতি হয়, গৌরীর মৃত্যুই দেখিয়ে দিল।
প্রকাশও সিপিএমের যুব শাখা ডিওয়াইএফআইয়ের সম্মেলনে বলেছেন, গৌরী লঙ্কেশের হত্যায় উল্লসিত অনেকে উত্সব পালন করছে সোস্যাল মিডিয়ায়। আমরা ভাল মতোই জানি, ওদের কী আদর্শ। এই ভয়ঙ্কর ঘটনায় উচ্ছ্বসিত লোকজনের অনেককে আবার ফলো করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে আমি উদ্বিগ্ন। এমন একজন আমাদের প্রধানমন্ত্রী যিনি চোখ বন্ধ করে রয়েছেন। এসব কিছুই দেখতে পাচ্ছেন না। উত্তরপ্রদেশ থেকে যেসব ভিডিও দেখছি, তাতে বিভ্রান্তি জাগে, যোগী আদিত্যনাথ কি মুখ্যমন্ত্রী না পূজারী! আমরা এরকম লোকজনকে দেখছি, যারা দুমুখো ভূমিকা নিচ্ছেন। তারপরই তিনি বলেন, পাঁচটা জাতীয় পুরস্কার পেয়েছি। ওগুলি ওদের দিয়ে দিতে চাই। আমার চেয়ে বড় অভিনেতা ওরা!
তবে প্রকাশকে পাল্টা বিঁধে বিজেপি মুখপাত্র নলিন কোহলির জবাব, অগ্রাধিকার ঠিকঠাক হল না। প্রকাশ রাজের এই রাগ কর্নাটকের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের প্রতি দেখানো উচিত ছিল, কেননা পুলিশ ওদের হাতে রয়েছে। কেন ওরা হত্যাকারীদের ধরতে পারছে না?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement