এক্সপ্লোর
Advertisement
শিক্ষক দিবসে দিল্লির স্কুলে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি (প্রণব স্যার), আপ্লুত পড়ুয়ারা
নয়াদিল্লি: আজ শিক্ষক দিবস উপলক্ষে দিল্লির ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বোদয়া বিদ্যালয়ে ৮০ জন পড়ুয়ার সামনে শিক্ষকের আসনে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ওই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের খুব কাছের প্রণব স্যারের বক্তব্য শুনে আপ্লুত, আবেগতাড়িত।
শিক্ষক দিবসে দেশের প্রত্যেক শিক্ষককে কৃতজ্ঞতা জানিয়ে নিজের বক্তব্য পেশ করেন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত রাজনীতিতে যোগ দেওয়ার আগে কলেজে শিক্ষকতা করতেন রাষ্ট্রপতি। তিনি ভারতের রাজনীতির ইতিহাস নিয়ে আজ পড়ুয়াদের ভাষণ দেন। এরসঙ্গে সঙ্গে তিনি ভারতের মাটি ও সারা বিশ্বে জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং আইনে স্নাতকোত্তর পাশ রাষ্ট্রপতি গুরু-শিষ্যের সম্পর্ক নিয়ে স্বাধীনতা দিবসে বক্তব্য রাখেন। শিক্ষক দিবস উপলক্ষে আজ একাধিক টুইটে প্রণব মুখোপাধ্যায় বলেন, একটি শিক্ষিত সমাজ তৈরির প্রথম পদক্ষেপই হল সঠিক শিক্ষা ব্যবস্থার উপস্থিতি। আর সেই শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে যান শিক্ষকরাই। তবে ডিজিটাল মিডিয়ার যুগে তিনি শিক্ষকদেরও পরামর্শ দিয়েছেন নতুন প্রযুক্তি যত তাড়াতাড়ি সম্ভব শিখে নেওয়ার জন্যে। সেই প্রযুক্তি শিক্ষকতায় ব্যবহার করে, আরও বেশি সংখ্যাক ছাত্র-ছাত্রীর কাছেও পৌঁছনো উচিত্ আজকের শিক্ষকদের, মনে করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা এখানে ক্লিক করে শুনুনGood wishes to entire teaching community for their dedication & commitment to the great cause of educating our youth #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) September 5, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement