এক্সপ্লোর
Advertisement
সেনা দিবসে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর
নয়াদিল্লি ও কলকাতা: ৭০-তম সেনা দিবসে অফিসার ও জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, ‘সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসী ও বীর পুরুষ, মহিলা, অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের দেশের গর্ব, আমাদের স্বাধীনতার অতন্ত্র প্রহরী। আপনারা জেগে আছেন এবং সর্বক্ষণ সতর্ক আছেন জেনেই দেশবাসী নিরাপদে ঘুমোয়।’
On Army Day, greetings to the valiant men and women of the Indian Army, to veterans and to families of those who have worn the uniform. You are our nation’s pride, the sentinels of our liberty. Citizens sleep securely knowing you are ever awake and ever vigilant #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) January 15, 2018
প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ‘সেনা দিবসে আমি জওয়ান, অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রতি প্রত্যেক ভারতীয়র অটল আস্থা আছে। দেশবাসী আপনাদের জন্য গর্বিত। আপনারা দেশ রক্ষা করেন। প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য ঘটনার সময়ও আপনারাই উদ্ধারকার্যে এগিয়ে আসেন। আমাদের সেনাবাহিনী সবসময় দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যে মহান ব্যক্তিরা দেশের জন্য কর্তব্য করতে গিয়ে প্রাণ বলিদান দিয়েছেন, তাঁদের কুর্ণিশ জানাই। ভারত কোনওদিন আমাদের বীর নায়কদের ভুলবে না।’
Our Army always puts the nation first. I salute all those great individuals who sacrificed their lives while serving the nation. India will never forget our valiant heroes.
— Narendra Modi (@narendramodi) January 15, 2018
মুখ্যমন্ত্রী মমতা ট্যুইটারে লিখেছেন, ‘দেশের প্রতি আদর্শ কর্তব্যের পরিচয় দেওয়া সব সেনাকর্মীকে আমি কুর্ণিশ জানাই।’
On Army Day, my salute to all Army personnel for their exemplary sense of duty to the nation
— Mamata Banerjee (@MamataOfficial) January 15, 2018
১৯৪৯ সালে জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের বদলে ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ হন। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ১৫ জানুয়ারি দিনটিকে সেনা দিবস হিসেবে পালন করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement