এক্সপ্লোর
Advertisement
মোটরবাইকে চড়ে লাগামছুট ঘোড়ার গাড়ি থামাতে পিছু ধাওয়া এক ব্যক্তির, ভিডিও ভাইরাল
তীব্র গতিতে ছুটে চলেছে ঘোড়ার গাড়ি।একটি মোটসাইকেলে চড়ে তাড়া করছেন তিন ব্যক্তি। ইন্টারনেটে এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। পুনের বুন্ড গার্ডেন ব্রিজে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শেষপর্যন্ত এই ঘোড়াগুলি ও ঘোড়ার গাড়ির কোচম্যান জখম হয়েছেন।
নয়াদিল্লি: তীব্র গতিতে ছুটে চলেছে ঘোড়ার গাড়ি।একটি মোটসাইকেলে চড়ে তাড়া করছেন তিন ব্যক্তি। ইন্টারনেটে এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। পুনের বুন্ড গার্ডেন ব্রিজে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শেষপর্যন্ত এই ঘোড়াগুলি ও ঘোড়ার গাড়ির কোচম্যান জখম হয়েছেন।
জানা গেছে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন ৩২ বছরের জীতেন্দ্র কদম। আসার পথেই লাগাম হাতছুট হয়ে যায়। এতে ঘোড়ার গাড়ির নিয়ন্ত্রণ তিনি হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে ঝাঁপিয়ে নেমে নেমে পড়েন এবং দুই মোটর সাইকেল আরোহীর সাহায্যে ঘোড়ার গাড়িকে তাড়া করার সিদ্ধান্ত নেন।
ভিডিওতে দেখা গিয়েছে, মোটর সাইকেলের পিছনে বসে বিপজ্জনকভাবে ঘোড়ার গাড়ির লাগাম হাতে নেওয়ার চেষ্টা করছেন ওই ব্যক্তি। এতে ঘোড়ার গাড়ির গতি কিছুটা কমে যায়। কিন্তু একটি ঘোড়া ভারসাম্য হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলে বসা ব্যক্তিও হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে যান। ঘোড়ার গাড়ির চাকা তাঁর ওপর দিয়ে গড়িয়ে যায়। পুনের কোরেগাঁও পার্ক জংশনের কাছে ঘোড়ার গাড়িটি থেমে যায়। এক পথচারী পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করেন। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই এই তাড়ার ঘটনাকে বলিউডের চিত্রনাট্যের সঙ্গে তুলনা করেছেন। আবার অনেকেই ওই ব্যক্তি ও ঘোড়া দুটিতে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।On Bund Garden Bridge in Pune.. 😞 pic.twitter.com/n5dkID2AjB
— Basant Bhoruka 🇮🇳 (@basant_bhoruka) December 7, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement