এক্সপ্লোর
Advertisement
রাঁধুনি অব্রাহ্মণ, পুলিশে অভিযোগ করলেন পুনের বৈজ্ঞানিক
পুনে: ব্রাহ্মণ রান্নার লোক চেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। লোক পেয়েছিলেনও। পরে জানতে পেরেছেন সে ব্রাহ্মণ নয়। নিজেকে প্রতারিত দাবি করে পুলিশে অভিযোগ করেছেন পুনের বরিষ্ঠ বৈজ্ঞানিক ডক্টর মেধা বিনায়ক খোলে।
মেধা খোলে ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টে আবহাওয়ার পূর্বাভাস বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল। তাঁর অভিযোগ, রান্নার লোককে তার জাত সম্পর্কে জিজ্ঞাসা করায় সে গালিগালাজ করেছে তাঁকে। মেধাদেবী জানিয়েছেন, তিনি চেয়েছিলেন, বাবা মার মৃত্যু দিবস বা গৌরী গণপতি উৎসবের মত পারিবারিক সমাবেশে কোনও ব্রাহ্মণ মহিলা সকলের জন্য রান্না করুন। লোক পেয়েও যান তিনি, নাম নির্মলা কুলকার্নি। ধায়ারির বাসিন্দা নির্মলা গত বছর থেকে তাঁর বাড়িতে রান্নার কাজ করছে। কিন্তু এক বছর পর মেধা জানতে পেরেছেন, ওই রাঁধুনি ব্রাহ্মণ নয়, অন্য বংশের।
মেধা বলেছেন, বিষয়টির সত্যমিথ্যা জানতে তিনি নিজে ধায়ারিতে নির্মলার বাড়ি যান। গিয়ে দেখেন, তার নাম নির্মলা কুলকার্নি নয়, নির্মলা যাদব, সে বিয়ে করেনি। তাঁকে ঠকানো ও গালিগালাজের অভিযোগে নির্মলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
নির্মলা যাদবের বিরুদ্ধে অন্যের পরিচয় ভাঁড়ানো, মারধর ও শান্তিভঙ্গের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। নির্মলা জানিয়েছে, আর্থিক অবস্থা ভাল না হওয়ায় অর্থ উপার্জনের জন্য সে নিজের পরিচয় ভাঁড়িয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement