এক্সপ্লোর
Advertisement
উনি 'ইলেকশন হিন্দু'! কটাক্ষ ইয়েদুরাপ্পার, মন্দিরে যেতে ভাল লাগে, আনন্দ হয়, সুখ পাই, আবার যাব, সাফাই রাহুলের
জেওয়ারগি (কর্নাটক): কর্নাটকে ভোটপ্রচারে গিয়ে একের পর এক মন্দির, ধর্মস্থান সফরে যাচ্ছেন বলে সমালোচনা, কটাক্ষ করছে বিজেপি। তিনি 'নরম হিন্দুত্ব' অনুশীলন করছেন, বলছে তারা। কিন্তু রাহুল গাঁধী কটাক্ষ, নিন্দার পাল্টা সাফাই দিচ্ছেন, মন্দিরে যেতে ভাল লাগে। যেখানেই দেখি ধর্মস্থান, সেখানেই যাই। আমার আনন্দ হয়, সুখ পাই। ভবিষ্যতেও যাব।
কর্নাটকে চারদিনের প্রচারে থাকা রাহুল রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পার কটাক্ষের জবাব দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি। ইয়েদুরাপ্পা ট্যুইটে তাঁকে 'ইলেকশন হিন্দু' বলে কটাক্ষ করে বলেছিলেন, ওনাকে বেল্লারিতে স্বাগত। কংগ্রেস সভাপতি আমাদের কংগ্রেসমুক্ত কর্নাটকের স্বপ্ন পূরণ করবেন।
PART 3: Dear #ElectionHindu @OfficeOfRG, I welcome you to our great land of Karnataka. I wish that you #Care2Ask your #10PercentCM @siddaramaiah on how the sorry state of affairs in Karnataka have left him unanswerable to the many questions I have asked. Do you #Care2Ask him? pic.twitter.com/VkAdSkpoPE
— B.S. Yeddyurappa (@BSYBJP) February 10, 2018
রাহুলের মন্দিরে দর্শন শুরু হয়েছিল গুজরাত বিধানসভা ভোটের প্রচার থেকে। বিজেপি বলেছিল, এটা ভোট টানার কৌশল।
তবে তারপরও কংগ্রেস সভাপতি উত্তর কর্নাটক সফরে সেখানকার বিখ্যাত হুলিগাম্মা মন্দিরে গিয়েছেন, লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রিয় গাভি সিদ্ধেশ্বর মঠও পরিদর্শন করেন। রায়চুরে আজ এক দরগায়ও যান।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইয়েদুরাপ্পা বলুন, কেন রাজ্যে বিজেপি জমানার মন্ত্রীদের জেলে যেতে হয়েছে। মোদীজী এখানে এসে দুর্নীতি নিয়ে বললেন। আর ইয়েদুরাপ্পা এমন একজন যিনি জেলে ঢুকেছেন, বেরিয়ে এসেছেন। ইয়েদুরাপ্পা, মোদীজী যখন দুর্নীতি বিরোধী কথা বলবেন, ওনাদের বলতে হবে, বিজেপি আমলে চার মন্ত্রীকে জেলে যেতে হয়েছিল, ইয়েদুরাপ্পারও জেল হয়েছিল, ১১ মন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছিল। ওঁরা ব্যাখ্যা করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement