এক্সপ্লোর
Advertisement
বিজেন্দরের লড়াই দেখতে গিয়ে ‘মোদী-মোদী’ স্লোগান শুনলেন রাহুল
নয়াদিল্লি: দেশের মাটিতে পেশাদার বক্সার হিসেবে বিজেন্দ্র সিংহর প্রথম লড়াই দেখতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হল কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে। স্টেডিয়ামে ঢোকা এবং বেরনোর সময় শুনতে হল ‘মোদী-মোদী’ স্লোগান। রাহুল অবশ্য হাসিমুখেই পরিস্থিতি সামাল দেন।
শনিবার রাতে দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে ডবলুবিও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নেমেছিলেন বিজেন্দ্র। তাঁর এই লড়াই দেখতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা হাজির ছিলেন। ভারতীয় মহিলা বক্সিংয়ের তারকা এমসি মেরি কম, কুস্তিগির যোগেশ্বর দত্ত, ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, অভিনেতা রণদীপ হুডা সহ বহু তারকাই বিজেন্দ্রকে উৎসাহ দিতে গিয়েছিলেন।
সেখানেই রাহুলও হাজির হন। তাঁকে দেখেই দর্শকরা ‘মোদী-মোদী’ চিৎকার শুরু করেন। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লর পাশে বসে অস্ট্রেলিয়ার কেরি হোপের বিরুদ্ধে বিজেন্দ্রর লড়াই দেখেন রাহুল। তারপর স্টেডিয়াম ছাড়ার সময়েও একই অভিজ্ঞতা হয় কংগ্রেস সহ সভাপতির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement